Bangla Jago Desk: নিপা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত কেরলবাসী। এই রাজ্যে ইতিমধ্যেই ৬ জন আক্রান্ত হয়েছে এই মারণ ভাইরাসের। এর মধ্যে ৩৯ বছর বয়সী এক ব্যক্তিও রয়েছে। কেরলের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে নিপা ভাইরাসের এই নয়া ভ্যারিয়েন্ট এসেছে।
স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, নতুন করে একজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে রাজ্যের কোঝিকোড়ে। তাঁর সংস্পর্শে এসেছেন ৭০৬ জন। ফলে ওই এলাকা ইতিমধ্যেই কনটেন্টমেন্ট জোনের মধ্যে ফেলে রেখেছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি কেরলের বেশিরভাগ জায়গাকে হাইরিস্ক ক্যাটাগরি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
২০১৮ সালে কেরলে প্রথম নিপা ভাইরাসের প্রথম আউটব্রেক হয়। প্রথমবার ২৩ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। তবে এবারের সংক্রমণতা সেভাবে ছড়ায়নি। এখনও পর্যন্ত মোট তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল, ভর্তি ছিল আইসিইউ-তে। এদের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হলেও ৯ বছরের এক শিশু এখনও আইসিইউ-তে আছে। সংক্রমণে যাতে লাগামছাড়া না হয়, তারজন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সতর্ক হতে বলেছে স্বাস্থ্য দফতর