ad
ad

Breaking News

রাবণ দহন

আগামী বছর রামমন্দিরে রাবণ দহন! অনুষ্ঠানে ঘোষণা মোদির

Bengla jago Desk: জোর কদমে চলছে কাজ। উদ্বোধন ২০২৪ সালের লোকসভা ভোটের আগে। অযোধ্যার সেই রামমন্দির থেকে হবে পরের বছরের রাবন দহন। দিল্লির দ্বারকার রামলীলা ময়দানে রাবণ দহনে অংশ নিয়ে এই কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাবণের কুশপুতুলের দিকে অগ্নিবাণ ছুড়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী। সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী দশেরা উৎসবে দেশ থেকে জাতপাত এবং […]

Bengla jago Desk: জোর কদমে চলছে কাজ। উদ্বোধন ২০২৪ সালের লোকসভা ভোটের আগে। অযোধ্যার সেই রামমন্দির থেকে হবে পরের বছরের রাবন দহন। দিল্লির দ্বারকার রামলীলা ময়দানে রাবণ দহনে অংশ নিয়ে এই কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাবণের কুশপুতুলের দিকে অগ্নিবাণ ছুড়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী। সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী দশেরা উৎসবে দেশ থেকে জাতপাত এবং আঞ্চলিকতাবাদ শেষ করারও আহ্বান জানান।

ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই অযোধ্যার রাম মন্দিরের প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমরা ভাগ্যবান যে দীর্ঘ অপেক্ষার পর অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির তৈরি হতে দেখতে পাচ্ছি আমরা। অযোধ্যায় আগামী রাম নবমী রামলালার মন্দিরেই পালিত হবে। এই মন্দির দীর্ঘ অপেক্ষার পর আমাদের ভারতীয়দের ধৈর্য্যের জয়ের প্রতীক।মঙ্গলবার বিকেলে শ্রী রামলীলা সোসাইটি আয়োজিত দশেরা উৎসবে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেখানে রামমন্দির নির্মাণ প্রসঙ্গ ছাড়াও জাতপাত-আঞ্চলিকতার সীমানা অতিক্রমের পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীয় বক্তৃতায় এসেছে চন্দ্রযানের সাফল্য, মহিলা সংরক্ষণ বিল পাশ, নতুন সংসদ ভবন নির্মাণের প্রসঙ্গও।উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশবাসীকে ১০টি শপথ নেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী। সেই ১০ সঙ্কল্পের মধ্যে অন্যতম হল অন্তত একটি দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটানো। সেই পরিবারের আর্থ-সামাজিক মর্যাদা বাড়াতে সহায়তা করা। এছাড়াও জল সংরক্ষণ, ডিজিটাল লেনদেন, স্বচ্ছতা বজায় রাখা, দেশে তৈরি জিনিস কেনা, পর্যটনের ক্ষেত্রে দেশকে অগ্রাধিকার দেওয়া, প্রাকৃতিক চাষ, বাজরা খাওয়া এবং যোগাভ্যাসের অনুশীলন আছে সেই তালিকায়।

Free Access