ad
ad

Breaking News

মুকেশ আম্বানি

৪ দিনে ৩ বার প্রাণনাশে হুমকি পেলেন মুকেশ আম্বানি

Bangla Jago Desk: মুকেশ আম্বানির জীবনের দাম ২০০ থেকে বেড়ে হল ৪০০ কোটি টাকা। চারদিনের মধ্যে ফের প্রাণনাশের হুমকি পেলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান। এই নিয়ে তিনবার হুমকির মেইল পেলেন তিনি। গত ২৭ অক্টোবর প্রথম এই ধরণের মেইল আসে। এবারেও সেই একই আইডি থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। ডেথ থ্রেটের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা ছিল, এবারে […]

Bangla Jago Desk: মুকেশ আম্বানির জীবনের দাম ২০০ থেকে বেড়ে হল ৪০০ কোটি টাকা। চারদিনের মধ্যে ফের প্রাণনাশের হুমকি পেলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান। এই নিয়ে তিনবার হুমকির মেইল পেলেন তিনি। গত ২৭ অক্টোবর প্রথম এই ধরণের মেইল আসে। এবারেও সেই একই আইডি থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। ডেথ থ্রেটের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা ছিল, এবারে টাকা না পেলে আম্বানির অবধারিত মৃত্যু হবে।

গত শুক্রবার, ২০ কোটি টাকা চেয়ে যে আইডি থেকে ই-মেল এসেছিল, পরদিন সেই একই আইডি থেকেই মেইল করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘আপনি আমাদের আগের পাঠানো ইমেলের কোনও জবাব দেননি। তাই এখন আপনাকে ২০০ কোটি টাকা দিতে হবে। নাহলে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে।’ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, শুক্রবার যে হুমকি মেইল পেয়েছিলেন মুকেশ আম্বানি তাতে লেখা ছিল, ২০ কোটি টাকা না দিলে আপনাকে খুন করা হবে।

যদিও দ্বিতীয় হুমকি আসার পর আম্বানির বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক পুলিশকে জানান, আমাদের কাছে দেশের সেরা শুটার রয়েছে। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তে নামে পুলিশ। অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ৩৮৭ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়। এর পেছনে কোনও বড় চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Free Access