ad
ad

Breaking News

চন্দ্রযান মিশন

চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য ইসরোকে সময়সীমা দিলেন প্রধানমন্ত্রী

Bengla Jago Desk: গত ২৩ আগস্ট মহাকাশ বিজ্ঞানে ইতিহাস গড়েছিল ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে নেমে বিশ্বে ভারত হয়ে ওঠে ‘ফাস্ট বয়’। অনাবিষ্কৃত থাকা চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কার করে ভারত।  চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখায় ভারত। এর আগে সেই কৃতিত্ব আছে আমেরিকা, রাশিয়া এবং চিনের। তবে চাঁদের দক্ষিণ মেরু […]

Bengla Jago Desk: গত ২৩ আগস্ট মহাকাশ বিজ্ঞানে ইতিহাস গড়েছিল ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে নেমে বিশ্বে ভারত হয়ে ওঠে ‘ফাস্ট বয়’। অনাবিষ্কৃত থাকা চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কার করে ভারত।  চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখায় ভারত। এর আগে সেই কৃতিত্ব আছে আমেরিকা, রাশিয়া এবং চিনের। তবে চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের একমাত্র কৃতিত্ব এবার ভারতের দখলে। সেই কৃতিত্বের রেশ কাটতে না কাটতেই আবার নয় লক্ষ্য।

এবার দেশের লক্ষ্য হতে চলেছে চাঁদে মানুষ পাঠানো। ইসরোর বিজ্ঞানীদের জন্য চাঁদে মানুষ পাঠানোর সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিজ্ঞানীদের তিনি জানান, ২০৪০ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিতে হবে ইসরোকে। মঙ্গলবার ভারতের গগনযান মিশনের প্রথম প্রদর্শনী উড়ানের প্রস্তুতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। গগনযান মিশনের লক্ষ্য, মহাকাশে মানুষ পাঠানো। পর্যালোচনা বৈঠকেই প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের জানান, ২০৪০ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিতে হবে ইসরোকে।

তার আগে ২০৩৫ সালের মধ্যেই মহাকাশ ভারতের একটা নিজস্ব স্পেস স্টেশন স্থাপন করতে হবে। তিনি বিজ্ঞানীদের ভিনাস অরবিটার মিশন এবং মঙ্গল গ্রহের ল্যান্ডার নিয়েও দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন। ইসরোর তরফে প্রধানমন্ত্রীকে জানানো হয়, ২০২৫ সালে মহাকাশে ৩ জন ভারতীয়কে পাঠানো হবে। সেই ইতিহাস গড়ার আগে ২০টি মহড়া হবে। ৩টি মানববিহীন গগনযান মিশন হবে। এদিন পর্যালোচনা বৈঠকে ইসরোর বিজ্ঞানীরা এবং ভারত সরকারের মহাকাশ বিভাগ গগনযান মিশনের বিষয়ে বিস্তৃত তথ্য জানান প্রধানমন্ত্রীকে।

Free Access