ad
ad

Breaking News

Narendra Modi

Narendra Modi: শপথের আগে বাপুজি-বাজপেয়ীকে শ্রদ্ধাঞ্জলি মোদির, মন্ত্রিসভা নিয়ে দর কষাকষি জারি শরিকদের

হাইপ্রোফাইল অনুষ্ঠানে হাজির থাকবেন বিদেশী রাষ্ট্রনেতারা।

Modi pays tribute to Bapuji-Vajpayee before taking oath

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk : শাস্ত্রবিদদের পরামর্শ মেনে রবিবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ নরেন্দ্র মোদির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব দিল্লিতে। হাইপ্রোফাইল অনুষ্ঠানে হাজির থাকবেন বিদেশী রাষ্ট্রনেতারা।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বা প্রচণ্ড সহ এক ঝাঁক বিদেশী রাষ্ট্রনেতারা।থাকবেন ৭ দেশের রাষ্ট্রপ্রধানরা। সেজন্য শপথ গ্রহণের আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দেশের রাজধানী শহরকে।দিল্লির প্রবেশ পথ থেকে রাষ্ট্রপতি ভবনের চারপাশ এখন নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে রয়েছে।গোয়েন্দা থেকে পুলিশ কর্তা সবাই সদা ব্যস্ত।সুষ্ঠুভাবে শপথ অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনিক স্তরে যুদ্ধকালীন তত্পরতা জারি আছে।এদিকে,শপথের আগে নরেন্দ্র মোদি যান রাজঘাটে । মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের সামনে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।

[ আরও পড়ুন – Sheikh Hasina And Modi Meeting: দিল্লিতে শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক সোমবার ]

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মৃতি সৌধতে গিয়েও তিনি শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । গান্ধী এবং বাজপেয়ীর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের পর প্রধানমন্ত্রীও প্রতিরক্ষা মন্ত্রী  রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারকের   কাছে যান। সেখানে পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা করেন মোদি।এদিকে মোদি মন্ত্রিসভায় গুরুত্ব বাড়াতে শরিকরা দর কষাকষি জারি রেখেছে। শোনা যাচ্ছে বিজেপি বিগ ফোর ছাড়তে নারাজ।অর্থাত্ স্বরাষ্ট্র ,অর্থ  ,বিদেশ  দফতর ছাড়তে চাইছে না প্রধান শরিক বিজেপি।

[আরও পড়ুন – FSSAI: প্যাকেটজাত ফ্রুইট জ্যুসের লেবেলে লেখা যাবে না ১০০% ফলের রস, নির্দেশ জারি এফএসএসএআইয়ের]

এমনকি চন্দ্রবাবু নাইডুকে স্পিকার পদটি ছাড়তে নারাজ বিজেপি।ফলে মতভেদ নিয়েই যে মোদি মন্ত্রিসভা তৃতীয়বারের জন্য পথ চলা শুরু করতে চলেছে তা স্পষ্ট। মন্ত্রিসভায় এবার বিজেপির সদস‌্য সংখ্যা কমছে।   নীতীন গড়কড়ি, অ্রর্জুন মেঘওয়ালরা মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন।প্রতিরক্ষা মন্ত্রী পদে রাজনাথ এবং স্বরাষ্ট্র দফতরে অমিত শাহকেই বেছে নিতে চলেছেন মোদি।    নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডুর দলের একাধিক নেতা মন্ত্রী হচ্ছেন। কবে কারা মন্ত্রী হচ্ছেন তা জানার জন্য অপেক্ষায় রয়েছেন দেশের মানুষ।