Bangla Jago Desk: ঘোষণা আগেই ছিল, সেই মতো রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নয়টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মোট দেশের এখনও পর্যন্ত সেমি হাই স্পিড ট্রেনের সংখ্যা দাঁড়াল ৩৪। প্রধানমন্ত্রী বললেন, বন্দে ভারত ট্রেনগুলি শুধু দেশের মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা বাড়াবে না, পর্যটনের এক নতুন গতি আনবে। যাতায়াতের ক্ষেত্রে যাতে সময় কম লাগে, সেই কথা মাথায় রেখেই সরকার মাল্টি-মডেল সংযোগ এবং সহজতম ভ্রমণের দিকে বেশি মনোনিবেশ করা হয়েছে।
বন্দেভারতের মতো ট্রেন চালাতে, রেলের ট্র্যাকেরও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বহু জায়গায়। আর এই পরিকাঠামোগত উন্নয়নে ১৪০ কোটি ভারতীয়দের আকাঙ্ক্ষাও মিশে রয়েছে, দেশ এখন এটাই চায়,” এমনটাই জানালেন প্রধানমন্ত্রী।
নয়টি ট্রেন রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা, ঝাড়খন্ড এবং গুজরাট – এই ১১ টি রাজ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা প্রদান করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গত ৯ বছরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেল ব্যবস্থাকে অসাধারণভাবে পরিবর্তন করতে সাহায্য করেছেন।
রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে নতুন ট্রেনগুলির সূচনা করেন সেগুলি হল উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস, তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস, হায়দ্রাবাদ-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস, বিজয়ওয়াড়া-চেন্নাই (রেনিগুন্টা হয়ে) বন্দে ভারত এক্সপ্রেস, পাটনা-হাওড়া বন্দে। ভারত এক্সপ্রেস, কাসারগোদ-তিরুবনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস, রাউরকেলা-ভুবনেশ্বর-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এবং জামনগর-আমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেস।