ad
ad

Breaking News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ নয়, ভোটমুখী পাঁচ রাজ্যে নিষেধাজ্ঞা, কেন্দ্রকে চিঠি নির্বাচন কমিশনের

Bengla jago Desk:  আগামী ১৫ নভেম্বর থেকে দেশজুড়ে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ করার পরিকল্পনা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পকে নিয়ে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যা চলবে আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত। তবে কেন্দ্রের সেই বিকশিত যাত্রা করা যাবে না ভোটমুখী পাঁচ রাজ্যে। কেন্দ্রকে চিঠি দিয়ে এই কথা […]

Bengla jago Desk:  আগামী ১৫ নভেম্বর থেকে দেশজুড়ে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ করার পরিকল্পনা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পকে নিয়ে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যা চলবে আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত। তবে কেন্দ্রের সেই বিকশিত যাত্রা করা যাবে না ভোটমুখী পাঁচ রাজ্যে। কেন্দ্রকে চিঠি দিয়ে এই কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই যাত্রা হলে ভোট হতে চলা পাঁচ রাজ্যে প্রভাব পড়ত। সেই লক্ষ্যে দেশের বাকি অংশের পাশাপাশি ওই পাঁচ রাজ্যে এই যাত্রা করার পরিকল্পনা করা হয়েছিল। সেই জন্য পরিকল্পিত ভাবে এই সময়টাকে বেছে নেওয়া হয়।

এই বক্তব্য তুলে ধরে ভোট হতে চলা রাজ্যগুলিতে কেন্দ্র সরকারের এই বিকশিত যাত্রায় কংগ্রেস আপত্তি জানিয়েছিল। কংগ্রেসের বক্তব্য, কেন্দ্র ঘুরপথে ভোটমুখী রাজ্যগুলিতে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। আপত্তি জানিয়ে কংগ্রেস চিঠি লেখে নির্বাচন কমিশনে। কংগ্রেসের অভিযোগ পেয়ে কমিশন ভোটমুখী রাজ্যগুলিতে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা’ বন্ধ করার নির্দেশ দিল। ওই রাজ্যগুলিতে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই যাত্রা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

কেন্দ্রের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুফলকে তুলে ধরাই মূল লক্ষ্য প্রধানমন্ত্রীর। আগামী ১৫ নভেম্বর এই যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলি সম্পর্কে জানাতে জনজাতি অধ্যুষিত বিভিন্ন জেলায় পাঠানো হবে ট্যাবলো। তবে ভোট হতে চলা পাঁচ রাজ্য বাদ দিয়ে দেশের বাকি রাজ্যগুলিতে এই যাত্রায় কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কংগ্রেসের দাবি, লোকসভা ভোটে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র মাধ্যমে ফায়দা তুলতে চায় বিজেপি। তাই তারা আপত্তি জানায়।

Free Access