ad
ad

Breaking News

মনিপুর

মনিপুরে দুই পড়ুয়া হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই

Bangla Jago Desk: এক নাবালক ও নাবালিকার মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ইম্ফল। চলতি বছরের জুলাই মাস থেকে এক কিশোর ও কিশোরী নিখোঁজ ছিল। অতি সম্প্রতিই ওই দুই কিশোরীকে নৃশংসভাবে খুন করার ভিডিয়ো ভাইরাল হয়। তারপরেই সরগরম হয়ে ওঠে ইম্ফল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের পাঁচদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনিক সূত্রের খবর,  দুই […]

Bangla Jago Desk: এক নাবালক ও নাবালিকার মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ইম্ফল। চলতি বছরের জুলাই মাস থেকে এক কিশোর ও কিশোরী নিখোঁজ ছিল। অতি সম্প্রতিই ওই দুই কিশোরীকে নৃশংসভাবে খুন করার ভিডিয়ো ভাইরাল হয়। তারপরেই সরগরম হয়ে ওঠে ইম্ফল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের পাঁচদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

প্রশাসনিক সূত্রের খবর,  দুই কিশোর-কিশোরীর খুনের তদন্ত সিবিআই কে দেওয়া হয়েছে। আজই বিশেষ বিমানে ইম্ফলে যায় সিবিআইয়ের বিশেষ দল। রয়েছেন স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগর।স্থানীয় সূত্রে খবর, সোমবার ভিডিও ভাইরাল হওয়ার পর,  প্রায় শতাধিক পড়ুয়া মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়ির দিকে রওনা দেয়। তারা বিক্ষোভ মিছিল করতে থাকে। যদিও মাঝপথে আটকে দেয় পুলিশ।এর পরেই গন্ডগোল ডানা বাঁধে।

শুরু হয় দু পক্ষের মধ্যে । বিক্ষুব্ধ পড়ুয়াদের হঠাতে পুলিশ কাঁদানে গ্যাসও ছোড়ে। এই সংঘর্ষে কমপক্ষে ৩৪ জন পড়ুয়া আহত হয়েছে।সংঘর্ষের পরেই প্রশাসনের তরফে আগামী ৫ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। । রাজ্যজুড়ে জারি করা হয়েছে সতর্কতাও। উতপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।