ad
ad

Breaking News

মণিপুর

মণিপুরে ফের বন্ধ ইন্টারনেট পরিষেবা

Bangla Jago Tv: মণিপুরের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। উত্তেজনার আঁচে ফুটছে মণিপুর। এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে যাতে কোনও ভুয়ো খবর কিংবা ছবি ছড়িয়ে না পড়ে, এজন্য আগামী ৬ অক্টোবর পর্যন্ত মণিপুরে বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। প্রশাসন জানিয়েছে, কবে নতুন করে ফের ইন্টারনেট পরিষেবা চালু করা হবে তা ৬ অক্টোবরের পরে পরিস্থিতি বিবেচনা করে স্থির করা হবে। […]

Manipur Violence: %%title%% %%page%% %%sep%% %%sitename%%

Bangla Jago Tv: মণিপুরের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। উত্তেজনার আঁচে ফুটছে মণিপুর। এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে যাতে কোনও ভুয়ো খবর কিংবা ছবি ছড়িয়ে না পড়ে, এজন্য আগামী ৬ অক্টোবর পর্যন্ত মণিপুরে বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। প্রশাসন জানিয়েছে, কবে নতুন করে ফের ইন্টারনেট পরিষেবা চালু করা হবে তা ৬ অক্টোবরের পরে পরিস্থিতি বিবেচনা করে স্থির করা হবে।

মেইতেই বনাম কুকি জনগোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে প্রায় দুমাস যাবত মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। গত জুলাই মাসের শেষদিকে মণিপুরে আংশিক ইন্টারনেট পরিষেবা চালু হয়। এরপর ফের মেইতেই জনগোষ্ঠীর দুই পড়ুয়ার মৃত্যুর পর ইন্টারনেট পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ হল।পুলিশ সূত্রের খবর, মেইতেই জনগোষ্ঠীর দুই পড়ুয়ার মৃত্যুর পরে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, গত ৬ জুলাই থেকে নিখোঁজ ছিল ওই দুই পড়ুয়া।

সম্প্রতি দুই পড়ুয়ার মৃতদেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর মণিপুরে নতুন করে উত্তেজনা দেখা দেয়।আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর, মণিপুরে জাতিদাঙ্গা শুরু হওয়ার পর থেকে রাজ্যের তিনটি মর্গে ৯৬টি বেওয়ারিশ মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহগুলি এখনও কেউ সনাক্ত করেনি। প্রসঙ্গত, মণিপুরে জাতিদাঙ্গায় এপর্যন্ত মোট ১৭৫জনের মৃত্যু হয়েছে। এছাড়া অনেকেই এখনও নিখোঁজ।

Free Access