Bengla Jago Desk: কাবেরীর জলবণ্টন নিয়ে চরম দ্বন্দ্ব শুরু হয়েছিল দক্ষিণ ভারতের কর্ণাটক ও তামিলনাড়ু তে। এবার কৃষ্ণা নদীর জলবণ্টন নিয়ে নতুন করে বিবাদ শুরু হল অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকের মধ্যে। জল বণ্টন সমস্যার সমাধান চায়তে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি দুই রাজ্যের মধ্যে চলা জল সমস্যা সমাধানে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ।
ওই বৈঠক থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার পাশাপাশি পথে নেমে প্রতিবাদ করবে অন্ধ্রপ্রদেশের বিক্ষোভকারী দল । রাজ্যের তরফ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । চলতি বছর পড়শি রাজ্যের কাছে ন্যায্য জলের দাবিতে দ্বন্দ্ব চরমে ওঠে দুই রাজ্যে। কাবেরি নদীর জল ছাড়ছিল না কর্ণাটক সরকার সেক্ষেত্রে চরম দুর্ভোগে পড়তে হয় তামিলনাড়ুর কৃষকদের।
চাষবাসের জন্য পর্যাপ্ত জল পাচ্ছেন না বলে দাবি জানায় তামিলনাড়ুর কৃষকবৃন্দ। জলের সমস্যা সমাধানে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছিলেন । এরপর কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথারিটি ১৫ দিনের মাথায় কর্ণাটককে ৫ হাজার কিউসেক জল ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। ঘটনায় কর্ণাটকে শুরু হয় বিক্ষোভ। সুপ্রিম কোর্টে দারস্থ হয় কর্ণাটক সরকার।
Free Access