ad
ad

Breaking News

খালিস্তানি

খালিস্তানি তাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ভারতীয় পড়ুয়া! বিক্ষোভকরীদের সামনে দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকা তুলে ধরলেন তিনি

Bengla jago Desk: খালিস্তানি  তাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন একক ভারতীয় পড়ুয়া সত্যম সুরানা। তিনি লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স এর ছাত্র । লন্ডন শহরে খালিস্তানি বিক্ষোভকরীদের সম্মুখে দাঁড়িয়ে নির্ভয়ে ভারতের জাতীয় পতাকা তুলে ধরলেন তিনি। ভারতের নামে জয়ধ্বনি  দিলেন তিনি। ইতিমধ্যে সাল সোস্যাল মিডিয়ায়  ভাইরাল হয়েছে তার সাহসিকতার ভিডিও।চলতি বছর ১৮ই জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে […]

Bengla jago Desk: খালিস্তানি  তাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন একক ভারতীয় পড়ুয়া সত্যম সুরানা। তিনি লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স এর ছাত্র । লন্ডন শহরে খালিস্তানি বিক্ষোভকরীদের সম্মুখে দাঁড়িয়ে নির্ভয়ে ভারতের জাতীয় পতাকা তুলে ধরলেন তিনি। ভারতের নামে জয়ধ্বনি  দিলেন তিনি। ইতিমধ্যে সাল সোস্যাল মিডিয়ায়  ভাইরাল হয়েছে তার সাহসিকতার ভিডিও।চলতি বছর ১৮ই জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে গুলিবিদ্ধ হন খালিস্তানি জঙ্গী নেতা হরদীপ সিংহ নিজ্জর।

গুলির ঘটনায় ভারতীয় গুপ্তচর রয়েছে বলে দাবি করেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে লন্ডনে ও । দেখা গেছে সোমবার বহু শিখ বিক্ষোভকারী লন্ডনে ইন্ডিয়া হাউসের সামনে একত্রিত হয়ে নিজ্জর হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেন। ওই ঘটনার সময় ব্যাপক উত্তেজনা দেখা দেয় হাই কমিশনের কাছে। সেই সময় ভারতের জাতীয় পতাকা মাটিতে ফেলে দেয় খালিস্তানি বিক্ষোভকারীরা।

কেউ না এগিয়ে আসলেও উদ্ধত খালিস্তানি পন্থীদের সামনে সাহস করে এগিয়ে আসে ভারতীয় পড়ুয়া এবং খুব যত্নের সহিত দুহাত দিয়ে ধরে মাটি থেকে ভারতীয় জাতীয় পতাকা তুলে নেন সত্যম সুরানা। ঘটনা প্রসঙ্গে সত্যম এর এক সিনিয়র লিখেছেন তার জুনিয়র সত্যম জন্য তিনি গর্বিত অনুভব করছেন। দ্বেষহীনতার পথে কট্টরপন্থী শক্তির মোকাবিলা করেছে।

Free Access