Bangla Jago Desk: যুব সম্প্রদায়ের একাংশ ধূমপানে আসক্ত হয়ে পড়ছে। এছাড়া হুক্কা বারে যাওয়ার প্রবণতাও বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কংগ্রেসশাসিত কর্নাটক সরকার। সূত্রের খবর, রাজ্য সরকার হুক্কা বারগুলিকে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে খুব শীঘ্রই। এছাড়া ২১ বছরের কম বয়সিরা যাতে তামাকজাত দ্রব্য কিনতে না পারেন, সেব্যাপারেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও এখবর জানিয়েছেন।
তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সিগারেট অ্যান্ড টোব্যাকো প্রোডাক্টস অ্যাক্টে সংশোধনী আনা হচ্ছে।কর্নাটকের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, স্কুল সংলগ্ন এলাকা থেকে শুরু করে মন্দির-মসজিদ সংলগ্ন এলাকাগুলি কিংবা চাইল্ড কেয়ার সংলগ্ন এলাকা, হাসপাতাল সংলগ্ন এলাকাগুলিতে ধূমপান নিষিদ্ধ হতে চলেছে। এছাড়া এই এলাকাগুলিতে তামাকজাত দ্রব্যের কেনাবেচাও বেআইনি ঘোষিত হতে চলেছে।
আইনভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।কর্নাটকে এতদিন পর্যন্ত ১৮ বছরের কম বয়সিদের তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, গত কয়েক বছরে উদ্বেগজনকভাবে কর্নাটকে তামাকজাত পণ্য ব্যবহারের প্রবণতা বেড়েছে। এর ফলে তরুণ-তরুণীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যাঁরা অত্যধিক ধূমপানে আসক্ত তাঁদের অনেকে মাদকাসক্তও হয়ে পড়ছেন।