ad
ad

Breaking News

Kalpana Soren

Kalpana Soren: শপথ নিলেন কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে কী ক্ষমতার হাত বদল ?

Bangla Jago Desk: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখন জেলে রয়েছেন। প্রতিরক্ষার জমি দুর্নীতি মামলায় তিনি অভিযুক্ত। হেমন্তের জায়গায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন চম্পাই সোরেন। চম্পাই দায়িত্ব নেওয়ায় স্পষ্ট হয়ে যায় হেমন্তের পরিবার আপাতত কোনও শীর্ষ পদে আসছেন না।কিন্তু এবার কী তাতে পরিবর্তন হতে চলেছে। কারণ সোমবার শপথ নিলেন কল্পনা সোরেন।গান্ডে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। বিধায়ক […]

Kalpana Soren took oath, what is the change of power in Jharkhand?

সংগৃহীত

Bangla Jago Desk: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখন জেলে রয়েছেন। প্রতিরক্ষার জমি দুর্নীতি মামলায় তিনি অভিযুক্ত। হেমন্তের জায়গায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন চম্পাই সোরেন। চম্পাই দায়িত্ব নেওয়ায় স্পষ্ট হয়ে যায় হেমন্তের পরিবার আপাতত কোনও শীর্ষ পদে আসছেন না।কিন্তু এবার কী তাতে পরিবর্তন হতে চলেছে। কারণ সোমবার শপথ নিলেন কল্পনা সোরেন।গান্ডে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন।

বিধায়ক পদে শপথ নেওয়ার পর জল্পনা তীব্র হয়েছে,তাহলে কী চম্পাই সোরেনের জায়গায় আসতে চলেছেন কল্পনা।নাকি তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা  সংগঠনের রাশ ধরে রেখে দলকে উজ্জীবিত করবেন। উল্লেখ্য,গান্ডে বিধানসভা কেন্দ্রে বিজেপির দিলীপ কুমার ভার্মাকে ২৭,১৪৯ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন কল্পনা সোরেন।  প্রথমবারের মতো, মিসেস সোরেন রাজনীতির আঙিনায় প্রবেশ করেছেন এবং তাঁর স্বামীর প্রতি সহানুভূতিতে ভোটে বিপুল সমর্থন পেয়েছেন বলে রাজনৈতিক মহল মনে করছে।হাই-প্রোফাইল  আসনে    ইন্ডিয়া  ব্লকের বহু বড় নেতা তাঁর সমর্থনে প্রচার করেন, যার মধ্যে রয়েছেন  রাষ্ট্রীয় জনতা   দল বা আরজেডি  নেতা এবং বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনও জেএমএম প্রার্থীর পক্ষে  প্রচার করেন।

এমবিএ করা কল্পনা যথেষ্ট শিক্ষিতা।  দুই সন্তানের মা কল্পনা প্রচারে ঝড় তোলেন।মাটি কামড়ে প্রচার করে সাড়া ফেলেন।এখন একটাই জল্পনা, ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে চম্পাই সোরেনের স্থলাভিষিক্ত হতে পারেন কল্পনা। গান্ডে আসনে, মূলতঃ  মুসলিম ও উপজাতি ভোট বেশি রয়েছে।   মুসলিম ও আদিবাসীদের ভোটের হার প্রায় ৪০শতাংশের কাছে।পিছড়ে বর্গের প্রতিনিধি হিসেবে তিনি আগামীদিনে রাজ্যপাট সামলান কিনা তা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।