ad
ad

Breaking News

Jammu-Kashmir

Big Breaking : গুলির শব্দে ফের কেঁপে উঠলো জম্মু-কাশ্মীর, আতঙ্কে গ্রামবাসীরা

সন্ত্রাসবাদীদের সাথে গুলির লড়াইয়ে পুলিশের গুলিতে নিহত এক সন্ত্রাসবাদী

The sound of gunshots heard by villagers in Hiranagar area

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : জম্মু-কাশ্মীরে গুলির শব্দে কেঁপে উঠলো কাঠুয়ার হীরানগর এলাকা। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় সেনা ও আধাসেনার যৌথবাহিনী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তৎপরতার সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সন্ত্রাসবাদীদের সাথে গুলির লড়াইয়ে পুলিশের গুলিতে এক সন্ত্রাসবাদী নিহত হয়েছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছে বলে খবর । এখনও পর্যন্ত পুলিশের অপারেশন জারি আছে।

[আরও পড়ুন: Jammu & Kashmir : তিনদিনে দ্বিতীয়বার উপত্যকায় জঙ্গি হামলা]

ইতিমধ্যেই পুলিশ সম্পূর্ণ এলাকা ঘিরে নিয়েছে। কঠোর নজরদারি চালাচ্ছে পুলিশ।

 

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের হীরা নগর এলাকার সাইদা গ্রামে হামলা করে সন্ত্রাসবাদীরা। সূত্রের খবর, তিনজন গ্রামবাসী আহত হয়েছে, জানা যাচ্ছে তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেনা ও আধাসেনার যৌথবাহিনী মিলে গোটা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং জানিয়েছেন, কাঠুয়ার জেলাশাসকের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। এমনকী যে বাড়িতে হামলা হয়েছে তাদের সাথে অনবরত ফোনের মাধ্যমে যোগাযোগ রাখছেন। গোটা বিষয়ের উপর দিল্লি থেকে লাগাতার নজর রাখছেন পুরো ঘটনার উপর।

[আরও পড়ুন: Sonakshi Marriage Controversy : সোনাক্ষীর বিয়ে নিয়ে অভিমান বাবার! “এখনকার বাচ্চারা অনুমতি নেয় না…..” – সত্রুঘ্ন সিনহা ]

প্রসঙ্গত, গত রবিবার একদিকে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ চলছিল অন্যদিকে জম্মু-কাশ্মীরের রেয়াসিতে একটি তীর্থযাত্রীদের বাসে হামলা চালায় সন্ত্রাসবাদি জেহাদীরা। ঘটনার পরের দিন দায় স্বীকার করে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। এই হামলায় দুই বছরের এক শিশুসহ ৯ জন মারা যান। ৪২ জন আহত হন। এইভাবে হামলার ঘটনায় জম্মু-কাশ্মীর আবারও রক্তাক্ত হলো। জম্মু-কাশ্মীরে আগামী দিনে আরও বড় নাশকতা করবে বলে, রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে লস্কর-ই-তইবা।