ad
ad

Breaking News

বায়ুসেনা

ভারতীয় বায়ুসেনার জন্য প্রথম সি-২৯৫ বিমান এল স্পেন থেকে, অবতরণ গুজরাতের বরোদায়

Bangla Jago Desk: চিনের সঙ্গে সংঘাতের আবহেই শক্তি বাড়াচ্ছে ভারতীয় বায়ুসেনা। বুধবারই ভদোদরাতে পৌঁছল সি-২৯৫ বিমান। স্পেনে তৈরি এই বিমানগুলো মূলত পণ্য পরিবহনের কাজেই ব্যবহৃত হয়। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার মার্শাল ভিআর চৌধুরী জানান, বুধবারই স্পেন থেকে ভারতে এসে পৌঁছেছে সি-২৯৫ বিমান। স্পেন থেকে আসা বিমানের অবতরণের সময়ে বায়ুসেনা ঘাঁটিতে উপস্থিত ছিলেন এয়ার মার্শাল-সহ বেশ […]

Bangla Jago Desk: চিনের সঙ্গে সংঘাতের আবহেই শক্তি বাড়াচ্ছে ভারতীয় বায়ুসেনা। বুধবারই ভদোদরাতে পৌঁছল সি-২৯৫ বিমান। স্পেনে তৈরি এই বিমানগুলো মূলত পণ্য পরিবহনের কাজেই ব্যবহৃত হয়। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার মার্শাল ভিআর চৌধুরী জানান, বুধবারই স্পেন থেকে ভারতে এসে পৌঁছেছে সি-২৯৫ বিমান। স্পেন থেকে আসা বিমানের অবতরণের সময়ে বায়ুসেনা ঘাঁটিতে উপস্থিত ছিলেন এয়ার মার্শাল-সহ বেশ কয়েকজন আধিকারিক। যদিও প্রথমে শোনা গিয়েছিল এই বিমানগুলো ২৫ সেপ্টেম্বর ভারতের মাটিতে এসে পৌঁছবে। গত ১৩ সেপ্টেম্বর সে দেশের বিমান নির্মাতা সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’ ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী ও স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েকের উপস্থিতিতে সেভিল এয়ারফিল্ডে আনুষ্ঠানিক ভাবে প্রথম সি-২৯৫ বিমানটি বায়ুসেনার হাতে তুলে দিয়েছিল। বুধবার বরোদায় আনুষ্ঠানিক অবতরণ পর্বেও হাজির ছিলেন এয়ার চিফ মার্শাল চৌধুরী।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহণ বিমান সি-২৯৫ হাতে আসায় লাদাখ, সিকিম কিংবা অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখার দুর্গম ঘাঁটিগুলিতে এ বার সহজে অস্ত্র ও রসদ পৌঁছে দিতে পারবে ভারতীয় বায়ুসেনা। চিনা ফৌজের আগ্রাসনের আশঙ্কা দেখা দিলেই সামনের সেনাঘাঁটিগুলিতে দ্রুত পৌঁছে দিতে পারবে বাড়তি বাহিনী। সেই সঙ্গে সুবিধা হবে আহত বা অসুস্থ সেনাদের ফিরিয়ে আনা এমনকী, প্রয়োজনে এই বিমান নজরদারির কাজেও ব্যবহার করা যাবে। সি-২৯৫ বিমানের নির্মাতা সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’ জানিয়েছে, পরবর্তী পর্যায়ে ভারতে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অংশ হিসাবে তৈরি হবে এই বিমান। সহযোগী সংস্থা হিসাবে থাকবে ‘টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের বরোদায় হবে বিমান নির্মাণের কারখানা।

প্রসঙ্গত, দু’বছর আগে ৫৬টি সি-২৯৫ বিমানের জন্য এয়ারবাসের সঙ্গে প্রায় ২২ হাজার কোটি টাকার চুক্তি করেছিল নয়াদিল্লি। ২০২১ সালের সেপ্টেম্বরে প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যস্থতায় স্পেনের সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’-এর সঙ্গে যৌথ ভাবে ভারতীয় বায়ুসেনার জন্য সি-২৯৫ বিমান বানাতে টাটা গোষ্ঠীর চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, স্পেনের নির্মাতা সংস্থার থেকে ১৬টি বিমান ‘উড়ানের উপযুক্ত অবস্থায়’ ভারতীয় বায়ুসেনার জন্য আমদানি করা হবে। বাকি ৪০টি ওই সংস্থা ও টাটা গোষ্ঠীর সহযোগিতায় ভারতেই বানানো হবে। কয়েক বছর আগেই ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথ ভাবে ওই বিমান নির্মাণ শুরু করেছে এয়ারবাস। মাঝারি শক্তির ওই পরিবহণ বিমান ছোট রানওয়েতে ওঠানামা করতে পারে। ফলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা লাগোয়া অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডগুলি ব্যবহার করতে পারবে সি-২৯৫।