ad
ad

Breaking News

রামমন্দির

রামমন্দিরের উদ্বোধন জানুয়ারিতেই

Bangla Jago Desk: অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ চলেছে জোরকদমে। মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের মুখে। রামমন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে রামন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির উদ্বোধনের তারিখ ২২ জানুয়ারি।ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে মন্দিরের ভূতল নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপরই লোকসভা নির্বাচনের আগে রামমন্দিরের উদ্বোধন করবেন […]

Bangla Jago Desk: অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ চলেছে জোরকদমে। মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের মুখে। রামমন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে রামন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির উদ্বোধনের তারিখ ২২ জানুয়ারি।ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে মন্দিরের ভূতল নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপরই লোকসভা নির্বাচনের আগে রামমন্দিরের উদ্বোধন করবেন মোদি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, আসন্ন লোকসভা নির্বাচনের আগে হিন্দু ভোট ঝুলিতে টানতেই রামমন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মন্দির ট্রাস্টের তরফে আরও জানানো হয়েছে, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে সমারোহে পালিত হবে অনুষ্ঠান। এই অনুষ্ঠান চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।অযোধ্যায় বিতর্কিত জমিতে গড়ে ওঠা রামমন্দির বিশ্বের বৃহত্তম রামমন্দির।

এই মন্দিরের দৈর্ঘ্য ৩৮০ ফুট এবং প্রস্থ ২৫০ ফুট। এছাড়া মন্দিরের উচ্চতা ১৬১ ফুট।ট্রাস্ট সূত্রে আরও জানা গিয়েছে, মন্দিরের দরজাগুলি তৈরিতে খাঁটি সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে। মোট ৪৬টি দরজা থাকছে এই মন্দিরে। এছাড়া ৩৯২টি সুবিশাল স্তম্ভ থাকছে রামমন্দিরে। এই স্তম্ভগুলিই মন্দিরটিকে ধরে রাখবে। গর্ভগৃহের প্রবেশপথের দরজাটি স্বর্ণখচিত।রামমন্দির উদ্বোধন করে আসন্ন লোকসভা ভোটে বিজেপি ফায়দা তুলতে পারবে কিনা তা এখন সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।