ad
ad

Breaking News

অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির রাজনীতিতে মহানাটক! হাজিরা এড়িয়ে ভোটপ্রচারে কেজরিওয়াল, তল্লাশি আপ মন্ত্রীর বাড়িতে

Bangla Jago Desk: আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করার কথা ইডির। কিন্তু তাঁর আগে এদিন সকালে দিল্লির শ্রমমন্ত্রী রাজ কুমার আনন্দের বাড়িতে হাজির হলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা যাচ্ছে, মন্ত্রীর বাড়ি সহ তাঁর সম্পত্তির ৯টি জায়গায় এদিন হানা দেয় ইডি অফিসাররা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে প্রথম তাঁর সিভিল লাইন এলাকার বাড়িতে তল্লাশি চালানো হয়। […]

Bangla Jago Desk: আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করার কথা ইডির। কিন্তু তাঁর আগে এদিন সকালে দিল্লির শ্রমমন্ত্রী রাজ কুমার আনন্দের বাড়িতে হাজির হলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা যাচ্ছে, মন্ত্রীর বাড়ি সহ তাঁর সম্পত্তির ৯টি জায়গায় এদিন হানা দেয় ইডি অফিসাররা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে প্রথম তাঁর সিভিল লাইন এলাকার বাড়িতে তল্লাশি চালানো হয়।

অন্যদিকে, আজ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল হাজিরা এড়ালেন। সকালেই ইডির উদ্দেশ্যে সমন তুলে নেওয়ার দাবি জানিয়ে চিঠি পাঠান। এদিন সকালে তিনি মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনী প্রচার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে একটি রোড শো রয়েছে, সঙ্গে থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।

প্রসঙ্গত, আবগারি  দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে তলব করে সোমবার নোটিস পাঠায় ইডি। গত সোমবারই  সুপ্রিম কোর্টে খারিজ হয় সিসোদিয়ার জামিন আর্জি। আর তারপর থেকেই জোরালো দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির আশঙ্কা। আজ কেজরিওয়ালকে ইডির তলব নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা ছিল চরমে। ওদিকে বিজেপির প্রতিহিংসা স্বার্থ চরিতার্থ করতেই এই তলব, অভিযোগ তুলে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের বিরুদ্ধে তোপ দাগে আপ।

Free Access