Bangla Jago Desk:
দুর্গা পুজো দেখতে গিয়ে মর্মান্তিক কাণ্ড । বিহারের এক পুজো মণ্ডপে ভিড়ে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হল দুই মহিলা সহ এক শিশুর। আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন । জখম হওয়া ব্যক্তিদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জ এলাকার রাজা দল দুর্গাপুজো মণ্ডপে । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
একই সাথে দুর্গা পুজোর নবমী ও নবরাত্রি পড়ায় জনসমুদ্র সামাল দিতে হিমশিম নিরাপত্তারক্ষীরা। এমনকি দর্শনার্থীদের এও অভিযোগ দুর্ঘটনার সময় কোন পুলিশ মোতায়েন করা ছিল না । যার জেরে স্বাভাবিক ভাবেই ভিড় উপচে পড়ে । ঠাকুর দেখতে এসে প্রাণের বলি মেনে নিতে পারছেন না নিহতদের পরিবার।
পদপৃষ্ঠের ঘটনায় গোপালগঞ্জের পুলিশ সুপার বলেন মণ্ডপে প্রবেশের সময় এক শিশু পড়ে যায়। সেই সময় প্যান্ডেলের প্রবেশদ্বারে ভিড় ছিল সাংঘাতিক। ভিড়ের চাপে পদদলিত হয় শিশু। ওই শিশুকে তুলতে গিয়ে দুই মহিলাও পদপিষ্ঠ হন। পুলিশ জানায় শ্বাস আটকে মৃত্যু হয় তাদের। ঘটনাস্থলে স্থানিয় ম্যাজিস্ট্রেট ও পুলিশ এসে বেশ খানিকক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গোপালগঞ্জের জেলা শাসক শোক বার্তা প্রকাশ করে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Free Access