Bangla Jago Desk:সামনের বছরই শুরুর দিকেই লোকসভা নির্বাচন। কিন্তু তারই আগে আরো একটি নির্বাচন পর্ব বাকি রয়েছে। চলতি বছরের শেষের দিকে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। আগামী চার মাসের মধ্যে নির্বাচন হতে চলেছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড় তেলেঙ্গানা এবং মিজোরামের। এই রাজ্য গুলির মধ্যে অন্যতম রাজস্থান। এই রাজ্যের শাসনে রয়েছে কংগ্রেস। রাজনৈতিক দিক দিয়ে রাজস্থানে কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। এবারের বিধানসভা ভোটে কংগ্রেসকে চাপে ফেলতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি।
এরমধ্যে গেরুয়া শিবির ভোটের আগে নিজেদের রণকৌশল ঠিক করছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহ এবং জেপি নাড্ডা দলের শীর্ষ নেতৃত্বদের নিয়ে বৈঠক করেছেন। এই বৈঠকে মোটামুটি রাজস্থানের ভোট কেমন হবে, দলের রণকৌশল কি হবে, বিজেপি বিরোধী দলগুলিকে কিভাবে পরাজিত করা যায় এইসব বিষয়ে আলোচনা করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত তারা আদতে কি নিয়ে আলোচনা করেছে সে বিষয়ে জল্পনা রয়েছে।
কারণ লোকসভা নির্বাচন আর তার আগে পাঁচ রাজ্যের নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই পাচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই এই ম্যারাথন বৈঠক যথেষ্ট তাৎপর্য পুরনো বলে মনে করছে রাজনৈতিক মহল। শুধুমাত্র জানা গিয়েছে আলোচনা হয়েছে সেই রাজ্যের সম্ভাব্যপ্রার্থী তালিকা নিয়ে। এবার রাজস্থানে বিজেপি এই দফায় জিতে গেলে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার্ড রয়েছে সেটা নিয়ে বেশ জল্পনা রয়েছে রাজনৈতিক অলিন্দে।
Free Access