Bengla Jago Desk: রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চিতা বাঘ। মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেঙ্গালুরুতে। গত দু দিন ধরে কুদলু রোডে এমএস ধোনি গ্লোবাল স্কুলের কাছে এবং সিঙ্গাসান্দ্রা ও তার পার্শ্ববর্তী এলাকায় চিতা বাঘের দেখা পাওয়া নিয়ে চিন্তিত ওই সমস্ত এলাকার বাসিন্দারা। বাঘের ভয়ে ঘরবন্দি বেঙ্গালুরু শহরের একাংশের বাসিন্দারা।
ইতিমধ্যেই চিতা বাঘ ঘুরে বেরোনোর সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাঘটির বয়েস ২ থেকে ৩ বছর। ভিডিওতে দেখা যাচ্ছে বাঘটি কখন ঘুরছে গাড়ি পারকিং এলাকায় আবার কখন ঘুরছে রাস্তায়।ভোর বেলা এবং রাত্রিবেলা দরকার ছাড়া স্থানীয় বাসিন্দাদের বাইরে বেড়তে সতর্ক করেন বেঙ্গালুরুর বনসংরক্ষক প্রতিনিধি রবীন্দ্র কুমার । তিনি জানিয়েছেন খুব প্রয়োজন না পড়লে শিশুদের নিয়ে বাইরে বেরনো যাবেনা।
ঘরের ভিতরেই থাকার পরামর্শ দেন তিনি। চিতাটিকে খাঁচা বন্দি করতে তৎপর প্রশাসন ও বন দফতর কর্মী। খুব শীঘ্রই চিতাকে ধরা হবে বলে আশ্বাস দিয়েছেন বেঙ্গালুরুর বন সংরক্ষক । বন দফতরের পক্ষ থেকে ২৫ জনের ও বেশি কর্মীকে মোতায়েন করা হয়েছে । এছাড়াও বাঘ উদ্ধার করার কাজে রাখা হয়েছে দুটি ড্রোন । সর্বক্ষণ টহল দিচ্ছে পুলিশ ও বন বিভাগ কর্মীরা।
free Access