ad
ad

Breaking News

পাহাড়ি ঝর্না

ঝর্নার সুরে মনোরম সাকিয়ং

Bengla Jago Desk: পুজো আর মাত্র কয়েকদিন। পুজোর আগে অজানা অচেনা এক পাহাড়ি গ্রামে ঘুরতে যেতে চান ? তাহলে চলুন এবার বেড়িয়ে পরি দার্জিলিং এর খুব কাছেই ছোট্ট পাহাড়ি গ্রাম সাকিয়ং এ । অনেকেই জানেন না এই অফবিট লোকেশনের কথা। এই গ্রামে রয়েছে প্রায় ৫০ টির বেশি জলপ্রপাত। প্রতিটি ঝর্নার গতিপথ আলাদা আলাদা। পৃথক সৌন্দর্যে […]

Bengla Jago Desk: পুজো আর মাত্র কয়েকদিন। পুজোর আগে অজানা অচেনা এক পাহাড়ি গ্রামে ঘুরতে যেতে চান ? তাহলে চলুন এবার বেড়িয়ে পরি দার্জিলিং এর খুব কাছেই ছোট্ট পাহাড়ি গ্রাম সাকিয়ং এ । অনেকেই জানেন না এই অফবিট লোকেশনের কথা। এই গ্রামে রয়েছে প্রায় ৫০ টির বেশি জলপ্রপাত। প্রতিটি ঝর্নার গতিপথ আলাদা আলাদা। পৃথক সৌন্দর্যে ভরা প্রতিটি ঝর্না। পেডং থেকে কাগে যাওয়ার পথে পড়বে নিস্তব্ধতায় ভরা এই পাহাড়ি গ্রাম। গ্রামটি সংখ্যায় খুবই ছোট। প্রায় ১৫ থেকে ২০ টি বাড়ি আছে এই পাহাড়ি গ্রামে।

সিকিমেও একটি সাকিয়াং রয়েছে তবে এই সাকিয়াং হল উত্তর বঙ্গের কোলে লুকিয়ে থাকা পাহাড়ি গ্রাম।ছোট বড় মাজারি ঝর্নার সমাহার দেখতে পাবেন এখানে। ঝর্না জলের কাছে গেলে দেখতে পাবেন কাঁকড়া। সমুদ্রের কাঁকড়া তো অনেক দেখেছেন কিন্তু পাহাড়ি কাঁকড়া কি কখন দেখেছেন? ছোট বড় পাহাড়ি সন নদীর উপর দিয়ে চলে গিয়েছে সরু ঝুলন্ত ব্রিজ। সেই ব্রিজে দাঁড়িয়ে আপনি দারুন দারুন সেলফি তুলতে পারবেন।দেখা মিলবে হরেক রঙের প্রজাপতির। শহরের এক ঘেয়ে জীবন থেকে বিরতি পেতে একবার অবশ্যই ঘুরে আসতে পারেন সাকিয়ং গ্রামে।

কিভাবে যাবেন তাই ভাবছেন তো? হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে পৌঁছে যান দার্জিলিং। দার্জিলিং এর পেডং থেকে ৩ কিমি দুরেই রয়েছে সাকিয়ং। যে কোন গাড়ি ভাড়া করে পৌঁছে যান এই পাহাড়ি গ্রামে। রাত্রি যাপনেরও সুন্দর কতগুলি হোম স্টে আছে সাকিয়াং এ। আর দেরি করবেন না , সময় পেলেই এবার বেড়িয়ে পড়ুন দার্জিলিং এর অফবিট ডেসটিনেশনের অন্যতম সেরা জায়গা সাকিয়াং থেকে।

Free Access