ad
ad

Breaking News

রিকিসুম

নিঝুম নির্জনতায় ঘেরা রিকিসুম

Bengal Jago Desk: উত্তরবঙ্গে এমন অনেক ছোট ছোট গ্রাম রয়েছে যার প্রাকৃতিক সৌন্দর্য্য শব্দে বর্ণনা করা কঠিন। এই সব অঞ্চলগুলি থেকে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘার এক অন্য রুপ ,  আসলে পাহাড়ের রুপ নানান ঋতুতে নানান  রকম। শোনা যায় অজানা সব পাখিদের কলরব আর অবিরাম বয়ে চলা নদীর জলস্রোত।  এবার উত্তরবঙ্গের কোলে লুকিয়ে থাকা নতুন এক ছোট্ট […]

Bengal Jago Desk: উত্তরবঙ্গে এমন অনেক ছোট ছোট গ্রাম রয়েছে যার প্রাকৃতিক সৌন্দর্য্য শব্দে বর্ণনা করা কঠিন। এই সব অঞ্চলগুলি থেকে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘার এক অন্য রুপ ,  আসলে পাহাড়ের রুপ নানান ঋতুতে নানান  রকম। শোনা যায় অজানা সব পাখিদের কলরব আর অবিরাম বয়ে চলা নদীর জলস্রোত।  এবার উত্তরবঙ্গের কোলে লুকিয়ে থাকা নতুন এক ছোট্ট পাহাড়ি জনপদের খোঁজ পাওয়া গেল। রঙিন ফুলের মেলা আর পাইনে ঘেরা   এই ছোট্ট পাহাড়ি জনপদ হল রিকিসুম। কেবল নামটিই মিষ্টি নয়, জায়গাও অত্যন্ত সুন্দর ।

রিকিসুমকে অনেকেই ফুলের দেশ বলে ডাকেন। এখানে গেলে দেখতে পাবেন রোডোডেনড্রন আর ম্যাগনালিয়া ফুল থোকায় থোকায় ফুটে রয়েছে, অপূর্ব সেই দৃশ্য ।নিঝুম নির্জনতায় ঘেরা এই জায়গা। কালিম্পংয়ের ২০ কিলোমিটার উত্তরে পাহাড়ের উপরে ছোট্ট শান্ত গ্রাম রিকিসুম। চোখের সামনে মেঘের ভেলা আর কাঞ্চনজঙ্ঘা । রিকিসুমের নিস্তবদ্ধতায় যেন হৃৎস্পন্দনও শোনা যায়। ৬১৪০ ফুট পাহাড়ি উচ্চতায় এই গ্রাম যেন চোখের আরাম । এই পাহাড়ি জনপদের মনোরম দৃশ্য শহুরে ক্লান্তিকে একেবারে নিমেষের মধ্যে দূর করে দেয় । পাহাড়ের ধাপে ধাপে কাঠের বাড়ি আর বাঁকানো সিঁড়ি এ যেন রঙ তুলি দিয়ে আঁকা কোন ছবি।

রিকিসুম থেকে লাভা,  রিশপ, কোলাখাম অনেকেই যান। এখান থেকে কিছুটা দূরে তিস্তা নদী। তবে বর্ষার তিস্তা এড়িয়ে চলাটাই ভালো। কি ভাবে যাবেন ? হাওড়া থেকে দূরপাল্লার ট্রেনে চেপে নামতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে আসতে হবে কালিম্পং। এখান থেকে গাড়ি করে যেতে হবে রিকিসুম। এছাড়াও রিকিসুমে রয়েছে অসংখ্য হোমস্টে আপনি চাইলে গিয়েও বুক করতে পারেন আবার আগে থেকে অনলাইনেও বুক করে নিতে পারেন। তাই এবার সপ্তাহান্তের ছুটি পেলেই  রিকিসুম যাওয়ার সুযোগ হাতছাড়া করবেন