Bengla Jago Desk: পালামপুর হিমাচলপ্রদেশে অবস্থিত। বছরের যে কোনও সময়েই বেড়াতে যাওয়া যেতে পারে পালামপুরে। পুজো পেরোলেই আসছে শীত। শীতকালও পালামপুর ভ্রমণের পক্ষে উপযুক্ত সময়।পালামপুরের পরিবেশ মনোরম। এখানে রয়েছে চা-বাগান। আর আছে পাইনের বন। সেও দেখবার মতোই।হিমাচলপ্রদেশের কাংরা উপত্যকার অবস্থিত পালামপুর। ব্রিটিশ আমলেও পালামপুরের চা নানা জায়গায় রফতানি করা হত।পালামপুরে বছরভরই বেড়াতে আসেন পর্যটকরা।
এখানে দেখার মতো বেশ কিছু জায়গা রয়েছে। এর মধ্যে রয়েছে পালামপুর চা-বাগান থেকে শুরু করে সৌরভ বনবিহার, চামুন্ডা মন্দির, নিউগাল খাদ, তাশি জং মঠ, বৈজনাথ মন্দির।সৌরভ বনবিহার কার্গিল যুদ্ধের শহিদ ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌরভ কালিয়ার স্মৃতিরক্ষার্থে তৈরি। চামুণ্ডা মন্দির ৫১টি শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ। কথিত আছ, চন্দ ও মুন্ডা নামে দুই অসুর দেবী চামুন্ডার হাতে নিহত হন। এরপর স্থানীয় এক পুরোহিত দেবীর স্বপ্নাদেশ পান। সেই সূত্রে প্রাচীন সময়েই এই চামুণ্ডা মন্দিরটি তৈরি করা হয়েছিল।
পালামপুরে গেলে আপনি ট্রেকিং করতে পারেন অথবা প্যারাগ্লাইডিং করতে পারেন। মন ভরে উঠবে আনন্দে।পালামপুর সমুদ্রপৃষ্ঠ থেকে চার থেকে সাড়ে চার হাজার ফুট ওপরে অবস্থিত। এটি কাংরা উপত্যকায় অবস্থিত।পালামপুরের সবচেয়ে নিকটবর্তী রেলস্টেশন হল পাঠানকোট রেলস্টেশন। কলকাতা থেকে বিমানে ধর্মশালা গিয়ে সেখান থেকে পালামপুরে যেতে পারেন। এছাড়া সড়কপথে অমৃতসর, সিমলা, দেরাদুন, চণ্ডীগড়, পাঠানকোট হয়েও পালামপুরে যাওয়া যায়।
Free Access