ad
ad

Breaking News

Leica LUX

IPhone: লাগবে না ডিএসএলআর ক্যামেরা,আইফোনে উন্নতমানের ছবি তোলার জন্য Leica LUX অ্যাপ আনল বিখ্যাত জার্মান লেন্স প্রস্তুতকারক সংস্থা

উন্নত মানের ছবি তোলার জন্য আর লাগবে না ডিএসএলআর ক্যামেরা। এবার আইফোনের সাহায্যেই উন্নত মানের ছবি তোলা যাবে।

Leica LUX app is the famous German lens manufacturer

Bangla jago Desk: উন্নত মানের ছবি তোলার জন্য আর লাগবে না ডিএসএলআর ক্যামেরা। এবার আইফোনের সাহায্যেই উন্নত মানের ছবি তোলা যাবে। জার্মান ক্যামেরা ও লেন্স প্রস্তুতকারক সংস্থা Leica সম্প্রতি আইফোনের জন্য Leica LUX নামে একটি বিশেষ অ্যাপ এনেছে। এর সাহায্যে উন্নত মানের ছবি তোলা যাবে। এই নয়া মোবাইল অ্যাপ্লিকেশনটি ফোন-ফটোগ্রাফি অ্যাপ ও অ্যাক্সেসরিজ নির্মাণে বিশেষজ্ঞ নরওয়ের স্টার্টআপ সংস্থা Fjorden Electra AS -এর সঙ্গে যৌথ ভাবে মিলিয়ে তৈরি করেছে জার্মান সংস্থা Leica Camera AG। এই নয়া অ্যাপে iPhone ব্যবহারকারীরা Leica -এর বিখ্যাত ফটোগ্রাফি প্রযুক্তি সহ বিভিন্ন প্রকারের কার্যকরী তথা অ্যাডভান্স টুলের সুবিধা পাবেন, যার সাহায্যে একেবারে উন্নত মানের প্রফেশনাল ছবি তোলা সম্ভব। Leica LUX অ্যাপ বর্তমানে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

নয়া অ্যাপে বিভিন্ন ধরনের প্রফেশনাল টুল অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের ক্যামেরা সেটিংস সামঞ্জস্য করে ভালো ছবি তুলতে সাহায্য করবে। এক্ষেত্রে এক্সপোজার, ফোকাস এবং কালার ব্যালান্স ইত্যাদির মতো বিভিন্ন টুলের অ্যাক্সেস পাওয়া যাবে। মোট কথা, লাইকা ক্যামেরায় যে সব টুল পাওয়া যায় তার সিংহভাগ টুলই এই অ্যাপে পাওয়া যাবে। এছাড়াও, নয়া অ্যাপ ব্যবহার করা খুবই সহজ। খুব সহজেই অ্যাপটি নেভিগেট করা সম্ভব। ছবির গুণগত মান উন্নত করতে এতে থাকা ফিচার ও টুলগুলি সোজা কয়েকটি ধাপ অনুযায়ী ব্যবহার করা সম্ভব৷ লাইকা লাক্স অ্যাপে রিয়েল-টাইম ফিল্টার রয়েছে, যা ফটো তোলার সময় প্রয়োগ করা যাবে। ছবি তোলার আগে স্ক্রিনে বিভিন্ন এফেক্ট ফেলে আন্দাজ পাওয়া সম্ভব ছবি ক্যাপচারের পর কেমন লাগবে দেখতে।

লাইকা লাক্স নতুন অ্যাপ সম্পর্কে Leica Camera AG সংস্থার কর্ণধার ম্যাথিয়াস হার্শ বলেন, “Fjorden Electra AS -এর সহযোগিতায় আমরা ২টি আলাদা প্রযুক্তিকে একত্রিত করতে পেরেছি।আমাদের নির্মিত লেন্সের মতোই আমাদের প্রথম যৌথভাবে তৈরি ক্যামেরা অ্যাপ Leica LUX- এ আইফোন ব্যবহারকারীরা একইরকম অভিজ্ঞতা পাবেন।” অন্যদিকে Fjorden Electra AS সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও ডক্টর ভিক্টর হেনিং বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল মোবাইল ফোন ফটোগ্রাফিতে পেশাদারিত্বের ছোঁয়া নিয়ে আসা। আমাদের টিম Leica -এর সঙ্গে হাত মিলিয়ে যে Leica LUX অ্যাপ তৈরি করতে পেরেছে এর জন্য আমি খুবই আনন্দিত।”