ad
ad

Breaking News

ঘরে বসেই সম্ভব পাসপোর্ট বানানো ! কয়েক মিনিটে হবে পাসপোর্ট

সপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করার দিন শেষ , এখন খুব সহজেই ঘরে বসে তৈরি করা যাবে পাসপোর্ট।

Bangla Jago Desk:
মুঠো ফোনে বন্দী জীবনে সবকিছুই মুঠো ময় । সপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করার দিন শেষ , এখন খুব সহজেই ঘরে বসে তৈরি করা যাবে পাসপোর্ট। না সেই জন্য গ্যাটের কড়ি খরচ করতে হবে না। বিশেষ কিছু করতেও হবে না শুধুমাত্র স্মার্টফোনটা থাকলেই হবে। স্মার্টফোনে মাধ্যমে আবেদন করলে তার মাধ্যমে মিলবে পাসপোর্ট। স্মার্টফোন এ এসে
Digilocker অ্যাপ ডাউনলোড করলেই পাসওয়ার্ড বাড়ানো সহজ হয়ে যাবে ‌ । ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এই আপে সমস্ত আবেদন পত্র আপলৈড করতে হবে । এই টিজিনগর হল ইলেক্ট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তৈরি করা পরিষেবা। এর মাধ্যমে খুব সহজে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে গাড়ির রেজিস্ট্রেশন এমনকি মার্কশিটের মত নথিপত্র সংরক্ষণ করা যায়। এটি একটি সরকারি প্ল্যাটফর্ম যেখান থেকে অফিশিয়াল ভাবে নথিপত্র দিয়ে তবেই পাসপোর্ট পেতে হয়। ওয়েবসাইটটি হলো www.passportindia.gov.in । কিন্তু সব থেকে বড় প্রশ্ন হল এই পাসপোর্ট তৈরি করতে অনলাইনে কতদিন সময় লাগতে পারে। কারণ এর মাঝে রয়েছে নথি পত্র যাচাই করুন প্রক্রিয়া সে সবকিছু মিলিয়ে সময় ১৫ দিন থেকে ১ মাস লাগতে পারে। সব মিলিয়ে যিনি আবেদন করছেন তার বাড়িতে পৌঁছে যাবে এই পাসপোর্ট।