ad
ad

Breaking News

পদ্মফুল

পদ্মফুল ত্বকের প্রাকৃতিক কন্ডিশনার! জানুন রহস্য

Bangla Jago Desk: রূপচর্চায় পদ্মফুল একাই একশো। পদ্মে আছে ভিটামিন বি ও সি, লিনোলেইক অ্যাসিড, ফসফরাস ও লোহা যা ত্বককে সার্বিকভাবে আর্দ্র, উজ্জ্বল, মসৃণ, নমনীয় আর কোমল করে। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর পদ্মফুল ত্বকের প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। আর্দ্রতা ফিরিয়ে এনে ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে। ত্বক টানটান করে, ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। ফাইন লাইনস, ব্রাউন […]

Bangla Jago Desk: রূপচর্চায় পদ্মফুল একাই একশো। পদ্মে আছে ভিটামিন বি ও সি, লিনোলেইক অ্যাসিড, ফসফরাস ও লোহা যা ত্বককে সার্বিকভাবে আর্দ্র, উজ্জ্বল, মসৃণ, নমনীয় আর কোমল করে। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর পদ্মফুল ত্বকের প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। আর্দ্রতা ফিরিয়ে এনে ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে। ত্বক টানটান করে, ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। ফাইন লাইনস, ব্রাউন স্পট আর রিংকলস দূর করে। তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা কমে পদ্মফুলের পাপড়ি বেটে লাগালে। ত্বকে জীবাণু সংক্রমণ হলে, দাদ, হাজার সমস্যা থাকলে পদ্মফুলের ডাল ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। ত্বকের ফোলাভাব কমাতে পদ্মপাতা বেটে লাগালে আরাম পাওয়া যায়।

চুলের স্বাস্থ্য রক্ষাতে পদ্মফুলের ভূমিকা পদ্মফুল বেটে চুলের গোড়ায় লাগান ঘণ্টা খানেক রাখার পর ধুয়ে নিন, চুলের গোড়া শক্ত হবে পদ্মফুলে এসেন্সিয়াল অয়েল চুলের পক্ষে খুবই কার্যকরী নিয়মিত ব্যবহার করলে চুল ঘন ও কালো হয়।এ তো গেলো, চুলের কথা কিন্তু শুধু ছুল নয় পদ্মের গুনাগুন শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে পাশাপ্সহি আর কী কী কাজে লাগে … পদ্মের মূলে আছে লোহা ও তামা,যা রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়িয়ে রক্তাল্পতা ঠেকায় পদ্মের মূলে আছে প্রচুর ক্যালসিয়াম যা রক্তনালিকে রিল্যাক্স রাখেএকাধিক ভিটামিন, খনিজ পদার্থ হৃদরোগের সমস্যা, উচ্চ রক্তচাপ কমাতে সক্ষম পদ্মে আছে ডায়েটারি ফাইবার যা কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করেঅ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ক্যানসার আর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় প্রচুর ভিটামিন এ চোখের স্বাস্থ্যর জন্যই খুবই সহায়ক।

গবেষণায় পাওয়া গেছে পদ্মের বীজে আছে নেফেরিন নামে একটি অর্গানিক পদার্থ যা ফুসফুসের ক্যানসার সৃষ্টিকারী কোষকে ধ্বংস করে। পদ্মের ডাল কসমেটিক্স হিসাবে ব্যবহার করা হয়। পদ্মের পাপড়ি মিশ্রিত গ্রিন টি শুধু ফ্যাটই ঝড়ায় না তা প্রজনন সংক্রান্ত শারীরিক সমস্যাও দূর করে। প্রায় হাজার বছর ধরে চিনে পদ্মের পাতা শুকিয়ে গুঁড়ো করে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়।অর্থাৎ এবারে সব জেনে নিয়ে শুরু করে দিন দৈনন্দিন জীবনে পদ্মের ব্যবহার।