সংগৃহীত
Bangla Jago Desk, Mou Basu: স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার জন্য হাইজিন শব্দটি আমরা হরদম ব্যবহার করি। ইংরেজি হাইজিন শব্দটি এসেছে গ্রিক ও রোমান পুরাণে উল্লেখ থাকা দেবী হাইজিয়ার থেকে। হাইজিয়াকে গ্রিক ও রোমান পুরাণে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দেবী বলে ধরা হয়। দেবী হাইজিয়ার বাবা দেবতা অ্যাসক্লেপিয়াসকে গ্রিক ও রোমান পুরাণে ওষুধের দেবতা হিসাবে ধরা হয়। কিন্তু দেবী হাইজিয়াকে কেমন দেখতে তা কেউ জানতই না।
কারণ, গত ২ হাজার বছরের বেশি সময় ধরে কারোর কাছে দেবী হাইজিয়ার কোনো খোঁজখবরই ছিল না। দেবী হাইজিয়ার একমাত্র মূর্তিটির মুণ্ডরই কোনো খোঁজ ছিল না। ২১০০ বছর পর প্রত্নতাত্ত্বিক খননের সময় দেবী হাইজিয়ার মূর্তির মুণ্ডর খোঁজ মেলে। ২১০০ বছর পর প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন অ্যাম্ফিথিয়েটারের ধ্বংসস্তুপের ভেতর থেকে দেবী হাইজিয়ার হারানো মুণ্ডর খোঁজ পান।যেখানে খননকাজ চালিয়ে হাইজিয়ার মুণ্ডর খোঁজ মিলেছে সেখানে প্রাচীন সময় বিনোদন কেন্দ্র অ্যাম্ফিথিয়েটার ছিল। সেখানে অনেক মানুষ হাজির হতেন। বিনোদনে শামিল হতেন। খাওয়াদাওয়া করতেন। হাইজিয়ার মুণ্ড উদ্ধারের পর নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না প্রত্নতাত্ত্বিকরা। তাঁদের চোখে এ এক অনন্য আবিষ্কার।
২০০৩ সাল থেকে তুরস্কের লাওডিসিয়ায় প্রাচীন অ্যাম্ফিথিয়েটারের পুনর্জীবনের কাজ করে যাচ্ছেন পামুক্কাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষক সেলাল সিমসেক এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এ এক অনন্য আবিষ্কার। ২১০০ বছর পর লাওডিসিয়ায় সূর্যের মুখ দেখলেন হাইজিয়া। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দেবী হাইজিয়া হলেন ওষুধের দেবতা অ্যাসক্লেপিয়াসের কন্যা। বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে থাকে হাইজিয়ার মূর্তি। অ্যাসক্লেপিয়াসকে উৎসর্গ করে বিভিন্ন মন্দিরও ছিল। এই লাওডিসিয়াতেই অ্যাসক্লেপিয়াসের মূর্তি মিলেছিল। হেলেনেস্টিক যুগের শেষ আমলে ও আগস্ট যুগের প্রথম দিকে মূর্তি নির্মিত হয় ক্লাসিক স্টাইলে। মূর্তির কাজ অসাধারণ ও নিখুঁত। বর্তমানে দক্ষিণ পশ্চিম তুরস্কের লাওডিসিয়া শহর গড়ে ওঠে লাইসাস নদীর তীরে। এটি ছিল প্রাচীন গ্রিক শহর। খ্রিস্টপূর্বের ২৬১ বছর আগে গ্রিক রাজা দ্বিতীয় অ্যান্তিওচাসের আমলে এই প্রাচীন শহরের পত্তন হয়। কিন্তু বেশিদিন লাওডিসিয়া গ্রিকদের হাতে ছিল না। রোমানরা এই শহরের দখল নেয়। পবিত্র বাইবেলে উল্লেখিত ৭টি গির্জার একটি রয়েছে লাওডিসিয়ায়।