Bengla Jago Desk: তিনমাস পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। এবার বাণিজ্যিক ভাবে চালু হয়ে গেল। সোমবার নবান্ন থেকে উদ্বোধন হল সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা। সরকারি অ্যাপ ক্যাবের পরিষেবা দেওয়া শুরু করল রাজ্য পরিবহণ দফতর। কলকাতা, হাওড়া শহরতলি এলাকার পঞ্চাশ হাজারের বেশি ট্যাক্সি এই পরিষেবার আওতায় আসছে। রাজ্যে বেসরকারি অ্যাপ ক্যাবের দাপটে চাহিদা কমছিল শহরের হলুদ ট্যাক্সির। এবার এই প্যাপ চালু হওয়ায় হলুদ ট্যাক্সি আবার পুরনো জায়গায় ফিরতে পারবে বলে মনে করা হচ্ছে।
কম খরচে যাত্রী, চালকদের উপকার হবে বলে আশাবাদী রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রাজ্য সরকার এই পরিষেবার মাধ্যমে মুনাফা করবে না। শুধু অনুষাঙ্গিক খরচটুকুই নেবে। রাজ্যের পরিবহণমন্ত্রী সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, যে ভাবে সবাই বেসরকারি অ্যাপ ক্যাব পরিষেবা ব্যবহার করেন, সেই ভাবে এই সরকারি পরিষেবা ব্যবহার করুন।রাজ্যে বেসরকারি অ্যাপ ক্যাবের দাপটে যথেষ্টই চাহিদা কমেছিল শহরের হলুদ ট্যাক্সির। যদিও কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির ক্ষেত্রে অধিকাংশ ট্যাক্সির বিরুদ্ধে গন্তব্যে যেতে না চাওয়া, মিটারের চেয়ে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ ছিল যাত্রীদের।
এইসব যাত্রী সমস্যা দূর করতে সরকারি অ্যাপ ক্যাবের পরিষেবা দেওয়া শুরু করল রাজ্য পরিবহণ দফতর। এই ক্যাব পরিষেবায় যে কোনও ত্রুটি-বিচ্যুতির ওপরে নজর রাখা হবে। যাত্রীদের থেকে পাওয়া অভিযোগ ও নজরদারির মাধ্যমে খামতির জায়গাগুলো শুধরে নেওয়া হবে। রাজ্য পরিবহন দফতরের অভিযোগ বিভাগেই এই পরিষেবা সংক্রান্ত যে কোনও অভিযোগ যাত্রীরা জানাতে পারবেন যাত্রীরা।
Free access