ad
ad

Breaking News

নিম্নচাপ

যেন স্লগ ওভারের ‘ব্যাটিং’ বর্ষার বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে দুর্ভোগ

Bengla Jago Desk: বৃষ্টি পিছু ছাড়ছে না। গোটা রাজ্যে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি ঝাড়খণ্ডে পৌঁছে গিয়েছিল। এখন আবার সেই নিম্নচাপটি ইউটার্ন নিয়ে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তার জেরেই বৃষ্টিতে ভিজছে বাংলা। আর তা কমার লক্ষণ নেই। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বজায় থাকবে দুর্যোগপূর্ণ […]

Bengla Jago Desk: বৃষ্টি পিছু ছাড়ছে না। গোটা রাজ্যে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি ঝাড়খণ্ডে পৌঁছে গিয়েছিল। এখন আবার সেই নিম্নচাপটি ইউটার্ন নিয়ে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তার জেরেই বৃষ্টিতে ভিজছে বাংলা। আর তা কমার লক্ষণ নেই। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বজায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। পুজোর মুখে এই বৃষ্টিতে জেরবার রাজ্যবাসী। রাজ্যের বেশ কয়েকটি জেলার একাধিক জায়গা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। বৃষ্টি বাড়লে আরও দুর্ভোগ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দফতরের আগেই বুধবার দিনভর অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছিল বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বীরভূম, মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার নাগাদ আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। ভারী ও অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে।

দার্জিলিং ও কালিম্পং জেলায় ধস নামার প্রবণতা সবথেকে বেশি। নদীর জলস্তর বাড়তে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই। পাব্লিত হতে পারে নীচু এলাকা। এদিকে আবার DVC-র ছাড়া জলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্য পরিস্থিতি দেখা দিয়েছে। তার ওপর কোটালের জেরে নদী ও সমুদ্রের জলস্তর বাড়ায় জোয়ার চলাকালীন সুন্দরবনের নামখানা, সাগর, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও মথুরাপুরের বেহাল বাঁধগুলির ওপর প্রভাব পড়তে পারে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন ও সেচ দফতর। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Free Access