ad
ad

Breaking News

রূপান্তরকামী

হেরিটেজ ট্রামে হেরিটেজ উৎসব! রূপান্তরকামীদের পুজো উদযাপন

Bangla Jago Desk: হেরিটেজ ট্রামে পুজো সফরের সুযোগ অনেকেই হাতছাড়া করতে চাইছেন না। তাই মেট্রোর মতোই ট্রামে দক্ষিণ থেকে উত্তরের পুজো দেখছেন উত্সবপ্রেমীরা। ব্যস্ত শহরের সঙ্গে তাল মিলিয়ে রঙিন বাস, ট্রাক্সির মতোই রং বাহারি ট্রামেও যাত্রীদের ভিড় লক্ষ্যণীয়। পুজোর কদিন শহরবাসীর উত্সাহ ছিল বেশ নজরকাড়া। এবার ইউনেস্কোর বিশ্ববন্দিত উত্সবে বাইরের মানুষও এসেছেন। তাঁরাও ঐতিহ্যের শহরের […]

Bangla Jago Desk: হেরিটেজ ট্রামে পুজো সফরের সুযোগ অনেকেই হাতছাড়া করতে চাইছেন না। তাই মেট্রোর মতোই ট্রামে দক্ষিণ থেকে উত্তরের পুজো দেখছেন উত্সবপ্রেমীরা। ব্যস্ত শহরের সঙ্গে তাল মিলিয়ে রঙিন বাস, ট্রাক্সির মতোই রং বাহারি ট্রামেও যাত্রীদের ভিড় লক্ষ্যণীয়। পুজোর কদিন শহরবাসীর উত্সাহ ছিল বেশ নজরকাড়া। এবার ইউনেস্কোর বিশ্ববন্দিত উত্সবে বাইরের মানুষও এসেছেন।

তাঁরাও ঐতিহ্যের শহরের আবেগের উৎসবে গা ভাসান। এবার কলকাতার গর্বের ট্রামকে সামনে রেখে পুজো উদযাপন করল রূপান্তরকামীরা। রূপান্তরকামীদের সম্পর্ককে মান্যতা দিয়েছে সুপ্রিমকোর্ট। তাঁরা এখন সমাজের নানা ক্ষেত্রে মেধা-দক্ষতার প্রমাণ রাখছেন।

তাঁদের মর্যাদা দেওয়ার ভাবনা নিয়েই শহরের একটি সংগঠন উমাবন্দনার আয়োজন করেছে। পুজোকে নিজেদের মতো উদযাপন করতে পেরে রূপান্তরকামীরাও বেশ খুশি। তাঁরা বলছেন,সামাজিক সমানাধিকারই চান। ধীর গতির ট্রামে এখন অনেক বদল এসেছে,এবার সমাজের দৃষ্টিভঙ্গির  বদল আসুক, সেটাই চান রূপান্তরকামীরা।

Free Access