ad
ad

Breaking News

কার্নিভ্যাল

পুজো কার্নিভ্যালে যান চলাচল ব্যাবস্থা কেমন থাকবে জানুন?

Bengla Jago Desk: বিশ্ববন্দিত দুর্গোত্সবের বিশ্বজয়ের ঐতিহাসিক সাফল্য তুলে ধরতে ২০১৯এ তিলোত্তমায় আয়োজন করা হয় কার্নিভ্যালের।কোভিডের জন্য ২বছর বন্ধ ছিল সেই বর্ণাঢ্য শোভাযাত্রা।বাইশে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায়  আবার কার্ণিভ্যালের আয়োজন করা হয় মহাসমারোহে।বিদেশে অতিথি অভ্যাগতদের মতোই সেই উদযাপনে হাজির ছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরা।এবারও সেই পুজো পরবর্তী বর্ণময় শোভাযাত্রার তোড়জোড় চলছে। ব্রাজিলের রিও কার্নিভাল, চীনের ‘হারবিন ইন্টারন্যাশনাল […]

Bengla Jago Desk: বিশ্ববন্দিত দুর্গোত্সবের বিশ্বজয়ের ঐতিহাসিক সাফল্য তুলে ধরতে ২০১৯এ তিলোত্তমায় আয়োজন করা হয় কার্নিভ্যালের।কোভিডের জন্য ২বছর বন্ধ ছিল সেই বর্ণাঢ্য শোভাযাত্রা।বাইশে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায়  আবার কার্ণিভ্যালের আয়োজন করা হয় মহাসমারোহে।বিদেশে অতিথি অভ্যাগতদের মতোই সেই উদযাপনে হাজির ছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরা।এবারও সেই পুজো পরবর্তী বর্ণময় শোভাযাত্রার তোড়জোড় চলছে। ব্রাজিলের রিও কার্নিভাল, চীনের ‘হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল’বা জার্মানির মিউনিখ শহরের শতাব্দি প্রাচীন অক্টোবর ফেস্টকে জনপ্রিয়তায় ছাপিয়ে যেতে বসেছে দুর্গাপুজো। সেই লক্ষ্যে  ২৭অক্টোবর রেডরোডে হবে বাঙালির সেরা পুজোর কার্ণিভ্যাল,ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি নিজে সেই অনুষ্ঠানে হাজির থাকবেন।আর্ন্তজাতিক মাণের সেই অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর করার জন্য নীলনকশা তৈরি করেছে প্রশাসনের কর্তারা।

পুজো কার্নিভ্যালে অংশ নেবে ১০০টির কাছে পুজো কমিটি

প্রদর্শনীর জন্য পুজো উদ্যোক্তাদের দেওয়া হবে ২মিনিট

দর্শনার্থীদের বসার জন্য থাকবে ১৮হাজার আসন

থাকবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠান

গতবারের মতো এবারও আমন্ত্রণ জানানো হয়েছে ইউনেস্কোর প্রতিনিধিদের। রেড রোডে অতিথিদের জন্য যে মঞ্চ তৈরি হচ্ছে, তার উচ্চতা অন্যান্য বারের তুলনায় এবার অনেকটাই কম হতে পারে। পাশাপাশি একটি দীর্ঘ স্লোপ বা ব়্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। যার মাধ্যমে মঞ্চে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ পায়ে চোট নিয়ে যে সিঁড়ি ভেঙে উঠবেন না, সেটাই স্পষ্ট। প্রশাসনিক স্তরের খবর, সাধারণ দর্শকদের জন্য প্রায় ১৫ হাজার আমন্ত্রণপত্র ইতিমধ্যেই বিলি করা হয়েছে। পাশাপাশি কার্নিভ্যালে বিদেশি পর্যটকদের আনার বিষয়ে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্যের পর্যটন দপ্তর।দেশ-বিদেশের মানুষের কাছে বিশেষ প্রদর্শনীর জন্য রেডরোড সহ অন্যান্য  রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এক্সাইড মোড় থেকে  হেস্টিংস ক্রসিং পর্যন্ত যান নিয়ন্ত্রণ

দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত পণ্যবাহী গা়ড়ি বন্ধ

লাভার্স লেন, নিউ রোডেও নিষেধাজ্ঞা বহাল থাকবে

৯টা থেকে ২টো পর্যন্ত  শহরের রাস্তায় যান নিয়ন্ত্রণ

কার্নিভ্যালের অনুষ্ঠানের জন্য রেডরোড বন্ধ

মেয়ো রোড, হেয়ার স্ট্রিট-ক্যাথিড্রাল রোডে পার্কিং বন্ধ

এসপ্ল্যানেড থেকে চলবে ২৩টি বিশেষ বাস

এইসব বাসগুলি চলবে মধ্যরাত পর্যন্ত। এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড পাটুলি, এসপ্ল্যানেড-যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন রুটে অতিরিক্ত বাস চালানো হবে।২৩৪টির পরিবর্তে ওই দিন চলবে ২৫২ মেট্রো। রাতের শেষ মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে।

Free Access