ad
ad

Breaking News

মা উড়ালপুলে উঠল রিক্সা

রোগীকে নিয়ে মা উড়ালপুলে উঠে গেল রিক্সা, তাজ্জব ট্রাফিক পুলিশ

Bengla Jago Desk:  অসুস্থ এক রোগীকে নিয়ে উড়ালপুল দিয়ে যাচ্ছে একটি রিক্সা। এই দৃশ্য পুলিশের নজরে পড়তেই তাজ্জব হয়ে যায় তারা। কিছুক্ষণ ট্রাফিক বন্ধ করে, উড়ালপুল থেকে রিক্সা সরানোর ব্যাস্থা করা হয়। ষষ্ঠীর সন্ধেতে এমন ঘটনা দেখা গেল খাস কলকাতার বুকে। কলকাতা মা উড়ালপুল এমনিতেই দুর্ঘটনার জন্য কুখ্যাত। কলকাতার ব্যস্ততম উড়ালপুলগুলির মধ্যে অন্যতম মা উড়ালপুল। […]

Bengla Jago Desk:  অসুস্থ এক রোগীকে নিয়ে উড়ালপুল দিয়ে যাচ্ছে একটি রিক্সা। এই দৃশ্য পুলিশের নজরে পড়তেই তাজ্জব হয়ে যায় তারা। কিছুক্ষণ ট্রাফিক বন্ধ করে, উড়ালপুল থেকে রিক্সা সরানোর ব্যাস্থা করা হয়। ষষ্ঠীর সন্ধেতে এমন ঘটনা দেখা গেল খাস কলকাতার বুকে।

কলকাতা মা উড়ালপুল এমনিতেই দুর্ঘটনার জন্য কুখ্যাত। কলকাতার ব্যস্ততম উড়ালপুলগুলির মধ্যে অন্যতম মা উড়ালপুল। একাধিক দুর্ঘটনা ঘটেছে এই উড়ালপুলে। ফলে কলকাতা ট্রাপিকপুলিশ একাধিক পদক্ষেপও করেছে দুর্ঘটনা রুখতে। সাইকেল, রিক্সা চলা এই উড়ালপুল দিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকী রাত দশটার পর বাইক চলাচলও নিষিদ্ধ। তা সত্ত্বেও ষষ্ঠীর সন্ধেতে মা উড়ালপুলে উঠে পড়ল একটি রিক্সা। বিষয়টি তিলজলা ট্রাফিক গার্ডের নজরে আসতেই রিকশা চালককে আটকানো হয়।

রিক্সাচালককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তাঁর রিক্সায় একজন অসুস্থ রোগী রয়েছেন, তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে পার্ক সার্কাস ন্যাশনাল মেডিক্যাল কলেজে। পুজোয় একাধিক রাস্তায় যানজট থাকায়, তিনি বাধ্য হয়েই উঠে পড়েছেন। এর পরেই ট্রাফিক পুলিশের তরফে সেতুতে যান চলাচল কিছুক্ষণের জন‌্য বন্ধ করে দেওয়া হয়। রিক্সা  থেকে রোগীকে নামিয়ে পুলিশের গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। মা উড়ালপুলে কিছুক্ষণের জন্য ট্রাফ্রিক বন্ধ থাকায় সমস্যায় পড়েন অফিস ফেরৎযাত্রী থেকে দর্শনীর্থারা।

মা উড়ালপুলে রিক্সা উঠে যাওয়ার পর, পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, উড়ালপুলের উপরে ট্রাফিক পুলিশ থাকে না। কারণ সেখানে যান চলাচল পুরোটাই অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা হয়ে থাকে। মা উড়ালপুলে, যখন যেমন সমস্যা দেখা গিয়েছে, সেই মতো পদক্ষেপ করেছে পুলিশ। এমন একটি নতুন সমস্যা নজরে আসায় ফের নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছে পুলিশ।

Free Access