ad
ad

Breaking News

পুজো উদ্বোধন

শারদোৎসবের‍ আনন্দে পাড়ার পুজোর উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলী স্ত্রী ডোনা গাঙ্গুলী

Bangla Jago Desk: বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো বিগত সিকি দশকের বেশি সময় ধরে পরিচিত ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজো’ হিসেবে। এই পুজোর আজ উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলী নিজে, তাদের এ বছর ৫১ তম বর্ষে পদার্পণ করল এই পুজো,অতীতেও শারদ আনন্দে পাড়ার পুজোয় সক্রিয়ভাবে দেখা গিয়েছে দাদাকে। উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী,এবারের পুজো কলকাতাতেই কাটাবেন […]

Bangla Jago Desk: বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো বিগত সিকি দশকের বেশি সময় ধরে পরিচিত ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজো’ হিসেবে।

এই পুজোর আজ উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলী নিজে, তাদের এ বছর ৫১ তম বর্ষে পদার্পণ করল এই পুজো,অতীতেও শারদ আনন্দে পাড়ার পুজোয় সক্রিয়ভাবে দেখা গিয়েছে দাদাকে।

উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী,এবারের পুজো কলকাতাতেই কাটাবেন সৌরভ এবং ডোনা গাঙ্গুলী এমনটাই তারা জানিয়েছেন,এ বারও সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতিতে জমজমাট বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো।

Free Access