ad
ad

Breaking News

বাকিবুরের ১৪০ কাঠা জমির সন্ধান, প্রভাব খাটিয়ে জমি কেনার অভিযোগ

Bengla Jago Desk: প্রায় প্রতিদিন সন্ধান মিলছে একাধিক সম্পত্তির। রেশন দুর্নীতিতে ইডি-র হাতে গ্রেফতার হওয়া বাকিবুর রহমানের সম্পত্তির বহর দেখে অবাক হচ্ছেন তদন্তকারীরা। দেশে-বিদেশে ছড়িয়ে আছে সেই সম্পত্তি। এবার বসিরহাটের বাদুড়িয়াতে বাকিবুরের প্রায় ১৪০ কাঠা জমির সন্ধান পাওয়া গিয়েছে। এলাকাবাসীদের দাবি, প্রভাব খাটিয়ে কম পয়সায় সাধারণ মানুষের কাছ থেকে এই জমি কিনেছিলেন বাকিবুর। এখানে একটি […]

Bengla Jago Desk: প্রায় প্রতিদিন সন্ধান মিলছে একাধিক সম্পত্তির। রেশন দুর্নীতিতে ইডি-র হাতে গ্রেফতার হওয়া বাকিবুর রহমানের সম্পত্তির বহর দেখে অবাক হচ্ছেন তদন্তকারীরা। দেশে-বিদেশে ছড়িয়ে আছে সেই সম্পত্তি। এবার বসিরহাটের বাদুড়িয়াতে বাকিবুরের প্রায় ১৪০ কাঠা জমির সন্ধান পাওয়া গিয়েছে। এলাকাবাসীদের দাবি, প্রভাব খাটিয়ে কম পয়সায় সাধারণ মানুষের কাছ থেকে এই জমি কিনেছিলেন বাকিবুর। এখানে একটি ধান মজুত করার গোডাউন তৈরি হয়েছিল। সেখানে মাঝে মধ‍্যে কিছু ধান রাখা হতো।

কিন্তু এই গোডাউনের মালিক কে তা অজানা ছিল এলাকার মানুষের। এটা বাকিবুরের সম্পত্তি এবিষয়ে স্থানীয় বাসিন্দারা এতদিন অন্ধকারে থাকলেও এবার জানতে পেরেছেন। এই সম্পত্তির হদিশ পাওয়ার পর এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছাড়িয়েছে। এলাকাবাসীর দাবি, বেশ কয়েক বছর আগে এই জমি স্থানীয়দের কাছ থেকে কম দামে কেনের বাকিবুর। শুধু তাই নয়, কিছু জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এতদিন ভয়ে জমি মালিকরা কিছু বলতে পারেননি। এখন তারা ক্ষোভ উগরে দিচ্ছেন।

জমির মালিক রীতা ঠাকুর জানিয়েছেন, তাদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে সামান্য টাকার বিনিময়ে জমি হাতিয়ে নেওয়া হয়েছে। এখান কাজ দেওয়ার কথা বলা হয়েছিল। তাও দেওয়া হয়নি।রেশন দুর্নীতির টাকায় শুধু বাদুড়িয়া বা উত্তর ২৪ পরগনা জেলা নয়, সম্পত্তি করেছেন আরও অনেক জায়গায়। জমি কেনায় অনেক লগ্নি করেছিলেন বলে জানা যাচ্ছে। আর এই জমি কিনতে গিয়ে জমি মালিকদের ওপর জোর খাটানোর অভিযোগ উঠছে। প্রভাবশালী বাকিবুরের ভয়ে যারা কিছু বলতে পারতেন না, তারা এখন মুখ খুলছেন।

Free Access