ad
ad

Breaking News

জনস্রোত

ভিড়ের রেকর্ড ভাঙছে প্রতিদিন রোজ পথে নামছে জনস্রোত

Bengla Jago Desk: পূর্বাভাস মিলেছিল অনেক আগেই। মহালয়ার পর থেকে পথে নামতে থাকে মানুষ। চতুর্থী থেকে বাড়তে থাকে ভিড়। তারপর প্রতিদিন ভেঙে চলেছে রেকর্ড। পঞ্চমীকে হারিয়ে দেয় ষষ্ঠী। ষষ্ঠীর সেই ভিড়কে ছাপিয়ে যায় সপ্তমীর জনস্রোত। বিকেল থেকে পথে নেমে পড়ে মানুষ। সন্ধ্যা থেকে বাড়তে থাকে জনস্রোত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথে চলে যায় উৎসব মুখর […]

Bengla Jago Desk: পূর্বাভাস মিলেছিল অনেক আগেই। মহালয়ার পর থেকে পথে নামতে থাকে মানুষ। চতুর্থী থেকে বাড়তে থাকে ভিড়। তারপর প্রতিদিন ভেঙে চলেছে রেকর্ড। পঞ্চমীকে হারিয়ে দেয় ষষ্ঠী। ষষ্ঠীর সেই ভিড়কে ছাপিয়ে যায় সপ্তমীর জনস্রোত। বিকেল থেকে পথে নেমে পড়ে মানুষ। সন্ধ্যা থেকে বাড়তে থাকে জনস্রোত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথে চলে যায় উৎসব মুখর মানুষের দখলে। সুনামি হয়ে আছড়ে পড়া সেই ভিড় সামলাতে নাজেহাল দশা হয় পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকে। তবে এই ভিড়ে মাঝেও শহরের যান নিয়ন্ত্রণ স্বাভাবিক রাখার চদেস্তা করছে পুলিশ।

একটু শ্লথ হলেও পুজোর ভিড়ে স্তব্ধ হয়নি গাড়ির চাকা।শহর ও শহরতলির এটাই এখন পুজোচিত্র। দক্ষিণে রুবির মোড় থেকে রাসবিহারী মোড়। তারপর এসপি মুখোপাধ্যায় রোড। রাস্তায় শুধু কালো মাথার সারি। সেই ভিড় জনতার ভিড় সামলাতে গদলঘর্ম হতে হচ্ছে পুলিশকে। এই পথেই পড়ে শহরের অন্যতম নামী অনেকগুলি পুজো। উত্তরেও একই ছবি। ভিআইপি রোডের শ্রীভূমি সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে চলেছে। পিছিয়ে নেই সেন্ট্রাল অ্যাভিনিউ-এর আশপাশের পুজোগুলি। শ্যামবাজার থেকে শুরু হওয়া ভিড় ছড়িয়ে পড়ছে কলেজ স্ক্যোয়ার, বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকে। সবগুলি প্যান্ডেলে উপচে পড়ছে মানুষের ভিড়।

ভিড়ের নিরিখে পিছিয়ে নেই বেহালা, হরিদেবপুর, নাকতলা এলাকা। পুজোর বাকি দিনগুলিতে এই ভিড় কোথায় পৌঁছতে পারে তার আভাস মিলছে। তবে এখনও পর্যন্ত এই নিয়ন্ত্রণে সফল কলকাতা ও বিধাননগর কমিশনারেটের পুলিশ। এবার পুজোয় কলকাতা পুলিশ সামাজিক মাধ্যমে সব বড় মণ্ডপের পরিস্থিতির সর্বশেষ লাইভ আপডেট দিচ্ছে। ফলে পথে নামা মানুষ নিজের সুবিধামতো যেতে পারছে সেইসব প্যান্ডেলে। পুলিশের এই উদ্যোগে ভিড় অনেকটাই নিয়ন্ত্রণে থাকছে। এবার শেষদিকের চ্যালেঞ্জ উতরে যাওয়ার অপেক্ষায় পুলিশ।

Free Access