ad
ad

Breaking News

দুর্গাপুজো

মহালয়া আগেই হবে ঠাকুরদর্শন! বিশেষ উদ্যোগ পরিবহণ দফতরের

Bangla Jago Desk: আর কয়েকটা দিন বাকি বাঙলীর সবথেকে বড় উৎসব দুর্গা পুজো। এ বছর ও পুজতে থাকছে চমক। অন্যান্য বারের মতো এবারেও পুজো পরিক্রমার ব্যবস্থা করছে রাজ্য পরিবহণ দফতরের। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে সেই বিষয়ে বিস্তারিত জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পঞ্চমী বা ষষ্ঠী নয়, এবার মহালয়ার আগে থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যেতে […]

Bangla Jago Desk: আর কয়েকটা দিন বাকি বাঙলীর সবথেকে বড় উৎসব দুর্গা পুজো। এ বছর ও পুজতে থাকছে চমক। অন্যান্য বারের মতো এবারেও পুজো পরিক্রমার ব্যবস্থা করছে রাজ্য পরিবহণ দফতরের। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে সেই বিষয়ে বিস্তারিত জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পঞ্চমী বা ষষ্ঠী নয়, এবার মহালয়ার আগে থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যেতে পারে শহরবাসীর। পরিবহণ দপ্তরের উদ্যোগে বিশেষ বাসে শহরের নামকরা কতগুলো পুজো ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে মহালয়ার দু’দিন আগে থেকেই।

এই বারে মোট ২৪টি পুজো পরিক্রমা করানো হবে। সঙ্গে থাকবে ২টি বনেদি বাড়ির পুজোও। পুজোর ভিড় এড়িয়ে একটু ফাকায় ফাঁকায় যাতে বাড়ির বয়স্ক লোকেরা বা বিদেশ থেকে আসা মানুষজন ঠাকুর দেখতে পারেন, তাই এই পরিকল্পনা। এছাড়া ট্রামের মাধ্যমেও পুজো পরিক্রমা করানো যায় কি না সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি বলেন, ‘‘এবারই প্রথম এসি ট্রামে করে ঠাকুর দেখানো হবে। উত্তর ও দক্ষিণ কলকাতার পুজোকে জুড়বে ট্রাম। এসপ্ল্যািনেড থেকে উত্তরে শ্যােমবাজার আর দক্ষিণে গড়িয়াহাট পর্যন্ত ট্রামে চড়ে ঠাকুর দেখা যাবে। তবে সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

তাছাড়াও থাকছে বনেদি বাড়ির পুজো, বিলাসবহুল বাসে চড়ে শহরের পুজো, শহর থেকে দূরে গ্রাম বাংলার পুজো দেখার প্যাকেজও।’’ একইসঙ্গে শহরতলি থেকে কলকাতা বাসে চড়ে পুজো দেখা, জলপথে উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ পুজো দর্শন, কামারপুকুর, জয়রামবাটিতে পুজো দেখানো হবে বলেও জানান মন্ত্রী। এখানেই শেষ নয়, অন্যান্যবারের মতো এবারেও পুজোর সময় থাকবে বাসের নাইট সার্ভিস। প্রয়োজনে বাসের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে বলেও জানান স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গতবারের মতো এবারেও বৃদ্ধাশ্রমের আবাসিকদের পুজো দেখানর পরিকল্পনা রয়েছে বলেও জানান পরিবহণমন্ত্রী।