ad
ad

Breaking News

বন্দে ভারত

পুজোর আগে রাজ্যের বড় প্রাপ্তি

Bangla Jago Desk: পুজোর আগে বাংলা পাচ্ছে জোড়া বন্দে ভারত এক্সপ্রেস। সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে হাওড়া থেকে। একটি চলবে হাওড়া-পটনা রুটে এবং অন্যটি হাওড়া-রাঁচি রুটে। আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই দুটি ট্রেনের উদ্বোধন করবেন। সেদিন গোটা দেশে মোট ৯টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে। তার মধ্যে আছে বাংলার […]

Bangla Jago Desk: পুজোর আগে বাংলা পাচ্ছে জোড়া বন্দে ভারত এক্সপ্রেস। সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে হাওড়া থেকে। একটি চলবে হাওড়া-পটনা রুটে এবং অন্যটি হাওড়া-রাঁচি রুটে। আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই দুটি ট্রেনের উদ্বোধন করবেন। সেদিন গোটা দেশে মোট ৯টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে। তার মধ্যে আছে বাংলার এই দুটি নয়া ট্রেন। এর আগে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে পশ্চিমবঙ্গ। প্রথম ব্দে ভারত ছুটেছিল হাওড়া–নিউ জলপাইগুড়ি রুটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাওড়া থেকে ভার্চুয়ালি সেই ট্রেনে যাত্রার সূচনা করেছিলেন। পরে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি ও হাওড়া থেকে পুরী রুটে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। আর এবার পুজোর আগে আরও দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা।

নতুন চালু হতে চলা বন্দে ভারতে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সেই সব পরিষেবা বাড়ানো হয়েছে। যেমন যাত্রীরা নিজের সিটকে আরও হেলিয়ে বসতে পারবেন। এক্সিকিউটিভ ক্লাসে সিটে কুশন থাকবে আরও পুরু। অর্থাৎ সিট আরও বেশি আরামদায়ক হবে। প্রতিটি সিটের নিচে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থাও থাকবে নতুন চালু হতে বন্দে ভারত এক্সপ্রেসে।

বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই সেমি হাইস্পিড ট্রেনগুলি। পুজোর আগে রেলের তরফে সম্প্রতি টিকিট বুকিংয়ের যে ধারা প্রকাশ করা হয়েছিল, তাতে দেখা গিয়েছিল বন্দে ভারত আছে তালিকার সবচেয়ে ওপরে। যাত্রীরা বন্দে ভারতে যাত্রা বেছে নিচ্ছেন। তাই ধাপে ধাপে গোটা দেশে আরও বন্দে ভারত চালু করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার।