ad
ad

Breaking News

লোকাল ট্রেন

দুর্গাপুজোর সময় যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে বাড়ানো হল ট্রেন-মেট্রো! দেখে নিন সময়সূচি

Bangla Jago Desk: পুজোর সময় এমনিতেই কলকাতায় ভিড় বাড়ে।রাজ্যবাসীর মতোই দেশ-বিদেশের মানুষেরাও কল্লোলিনীর উত্সবের আনন্দে গা ভাসান।কাতারে কাতারে মানুষ জেলা থেকে চলে আসেন কলকাতা শহরে। দৃষ্টিনন্দন মণ্ডপ বা থিমের পুজো দর্শন করার হিড়িক পড়ে যায়। তাই দর্শনার্থীদের সুবিধার জন্য রাজ্য সরকার গণ-পরিবহণের সেতুবন্ধন করেছেন। স্থলপথের বাস-ট্রামের মতোই জলপথের লঞ্চের সংখ্যাও বাড়ানো হয়েছে। এবার রাজ্যের পথেই […]

Bangla Jago Desk: পুজোর সময় এমনিতেই কলকাতায় ভিড় বাড়ে।রাজ্যবাসীর মতোই দেশ-বিদেশের মানুষেরাও কল্লোলিনীর উত্সবের আনন্দে গা ভাসান।কাতারে কাতারে মানুষ জেলা থেকে চলে আসেন কলকাতা শহরে। দৃষ্টিনন্দন মণ্ডপ বা থিমের পুজো দর্শন করার হিড়িক পড়ে যায়। তাই দর্শনার্থীদের সুবিধার জন্য রাজ্য সরকার গণ-পরিবহণের সেতুবন্ধন করেছেন। স্থলপথের বাস-ট্রামের মতোই জলপথের লঞ্চের সংখ্যাও বাড়ানো হয়েছে। এবার রাজ্যের পথেই রেল প্রশাসনও যাত্রীস্বার্থে পরিষেবা বৃদ্ধির পথে।

পঞ্চমী থেকেই চলবে শিয়ালদা ডিভিশনে অতিরিক্ত লোকাল ট্রেন। শিয়ালদা উত্তর-দক্ষিণ শাখায় ১৮টি দুর্গাপুজো স্পেশাল লোকাল ট্রেন। সর্বাধিক পুজো স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা-বারুইপুর শাখায়। সপ্তমী, অষ্টমী-নবমীতে চলবে ৩টি স্পেশাল লোকাল ট্রেন।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা-রানাঘাট লোকাল পঞ্চমীর দিন থেকে রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। সেটি রানাঘাটে পৌঁছাবে রাত ২ টো ৩০ মিনিটে। রানাঘাট-শিয়ালদা লোকাল রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। সেটি শিয়ালদা পৌঁছাবে রাত ১ টা ৪০ মিনিটে। শিয়ালদহ-কল্যাণী লোকাল ট্রেন রাত ১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে,  কল্যাণীতে পৌঁছাবে রাত ২ টো ৫০ মিনিটে। এরপর শিয়ালদহ-কল্যাণী লোকাল ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে রাত ২ টো ৩০ মিনিটে, রাত ৩ টে ৫০ মিনিটে ট্রেনটি পৌঁছাবে কল্যাণীতে  । কল্যাণী-শিয়ালদহ লোকাল ট্রেন রাত ১২ টা ১০ মিনিটে কল্যাণী থেকে ছাড়বে। রাত ১ টা ৩০ মিনিটে পৌঁছাবে শিয়ালদহে।

কল্যাণী-শিয়ালদা লোকাল কল্যাণী থেকে রাত ৩ টের সময়ে ছাড়বে,  সেটি শিয়ালদা পৌঁছাবে ভোর ৪ টে ২০ মিনিটে। শিয়ালদা-বনগাঁ রুটের নৈশ ট্রেনের সংখ্যা বাড়ছে।   শিয়ালদা-বনগাঁ লোকাল ট্রেন রাত ১ টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। ট্রেনটি বনগাঁয় পৌঁছাবে রাত ৩ টে ১০ মিনিটে। অন্যদিকে বনগাঁ-শিয়ালদা লোকাল ট্রেন রাত ১১ টা ৫৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে। সেটি রাত ১ টা ৪৫ মিনিটে শিয়ালদা পৌঁছাবে। পুজোর কটা দিন শিয়ালদা-ডানকুনি লোকাল ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে রাত ১১ টা ৩০ মিনিটে। সেটি ডানকুনিতে পৌঁছাবে রাত ১২ টা ১৫ মিনিটে।   ডানকুনি-শিয়ালদা লোকাল ট্রেন রাত ১২ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে, শিয়ালদা পৌঁছাবে রাত ১ টা ৫ মিনিটে।

পুজোর দর্শনার্থীদের জন্য বাড়ছে মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আপ-ডাউন মিলিয়ে ৭২টি মেট্রো চলবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রতিদিন আপ এবং ডাউন মিলে ৩৬টি করে মোট ৭২টি ট্রেন চলবে বলে মেট্রো সূত্রের খবর। সপ্তমী-অষ্টমী-নবমী-এই তিন দিন সকাল ১১টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে প্রথমে সেক্টর ফাইভগামী ট্রেন ছাড়বে। আর সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম ট্রেন ছাড়বে বেলা ১২টায়। দু’দিকেই ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। মেট্রোর মতোই বাড়বে আপ-ক্যাবের সংখ্যাও।

Free Access