ad
ad

Breaking News

কন্ট্রোল রুম

পুজো-নজরদারিতে নবান্নে কন্ট্রোল রুম মনিটরিং গোটা রাজ্যে

Bengla Jago Desk: পুজো দেখতে ইতিমধ্যে পথে নেমে পড়েছে মানুষ। আগামী কয়েকদিন পুজোর ভিড় সুনামি হয়ে আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেই ভিড় নিয়ন্ত্রণ করার পাশাপাশি সবকিছুতে নজর রাখা এখন চ্যালেঞ্জ পুলিশ প্রশাসনের কাছে। মানুষের যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্য উদ্যোগী হল নবান্ন। পুজোর সময় নজরদারিতে নবান্নে খোলা হল বিশেষ […]

Bengla Jago Desk: পুজো দেখতে ইতিমধ্যে পথে নেমে পড়েছে মানুষ। আগামী কয়েকদিন পুজোর ভিড় সুনামি হয়ে আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেই ভিড় নিয়ন্ত্রণ করার পাশাপাশি সবকিছুতে নজর রাখা এখন চ্যালেঞ্জ পুলিশ প্রশাসনের কাছে। মানুষের যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্য উদ্যোগী হল নবান্ন। পুজোর সময় নজরদারিতে নবান্নে খোলা হল বিশেষ কন্ট্রোল রুম। শুধু তাই নয়, কন্ট্রোল রুম খোলা হচ্ছে জেলাতেও।

চতুর্থী থেকেই এই কন্ট্রোল রুম খোলা থাকবে ২৪ ঘণ্টার জন্য। প্রথম দফায় লক্ষ্মীপুজো পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন একজন বিশেষ আধিকারিক। পরে আবার কালীপুজোতেও কন্ট্রোল রুম খোলা থাকবে।নবান্নের কন্ট্রোল রুমের নম্বর ১০৭০ অথবা (০৩৩) ২২১৪–৩৫২৬।দুর্গাপুজোর মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা নজর রাখবে নবান্ন।

বিশেষ আধিকারিকদের দায়িত্বে নজরদারির কাজ চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, কোনওরকম প্ররোচনায় পা না দিয়ে সম্প্রীতি এবং আনন্দের এই উৎসবকে উদযাপন করা হবে। সবদিকে নজর রাখতে পুলিশকে বাড়তি সতর্ক থাকার কথা বলেছেন তিনি। এবার সতর্ক থাকতে নবান্নে চালু কন্ট্রোল রুম।

Free access