ad
ad

Breaking News

গঙ্গার ঘাট

মহালয়ার আগেই গঙ্গার ঘাট পরিদর্শন করলেন মেয়র পারিষদ

Bangla Jago Desk: কার ঢাকে কত আওয়াজ বেশি তার  মহড়া চলছে।শব্দের জাদুতে উত্সবের আসর মাতাতে শিল্পীদের চেষ্টার অন্ত নেই।থিম থেকে সাবেকী পুজো, সর্বত্র,ফুটে উঠছে সৃষ্টির  সুষমা। আনন্দ-বিনোদনের বিশ্বআঙিনায় যাতে উত্সবপ্রেমীরা মিলতে পারে তারজন্য আয়োজনে কোনও খামতি নেই।দুর্গা আরাধনার নামে যাতে শব্দের হুঙ্কার বা শব্দ দূষণ যাতে না হয়, সেজন্য প্রশাসনিক নজরদারিতে কোনও গাফিলতি নেই বলে প্রশাসনের […]

Bangla Jago Desk: কার ঢাকে কত আওয়াজ বেশি তার  মহড়া চলছে।শব্দের জাদুতে উত্সবের আসর মাতাতে শিল্পীদের চেষ্টার অন্ত নেই।থিম থেকে সাবেকী পুজো, সর্বত্র,ফুটে উঠছে সৃষ্টির  সুষমা। আনন্দ-বিনোদনের বিশ্বআঙিনায় যাতে উত্সবপ্রেমীরা মিলতে পারে তারজন্য আয়োজনে কোনও খামতি নেই।দুর্গা আরাধনার নামে যাতে শব্দের হুঙ্কার বা শব্দ দূষণ যাতে না হয়, সেজন্য প্রশাসনিক নজরদারিতে কোনও গাফিলতি নেই বলে প্রশাসনের কর্তারা স্পষ্ট করেছেন।উমার আগমনের মতোই যাতে তার বিদায় বেলাতেও পরিবেশের  হানি না ঘটে সদাতত্পর পুরপ্রশাসন সেজন্য লক্ষ্য রাখছে।শুক্রবার দই ঘাট সহ অন্যান্য ঘাট পরিদর্শন করেন পুরকর্তারা।

শহরে এবার ৩হাজার পুজোর আয়োজন হয়েছে।শহরতলির কিছু প্রতিমাও গঙ্গায় বিসর্জনের সম্ভাবনা রয়েছে।তাই সমস্ত প্রতিমার সুষ্ঠু বিসর্জন পর্ব সাঙ্গ করতে পুরপ্রশাসনের কর্তাদের পরিকল্পনায় কোনও তত্পরতার অভাব নেই।দেবাশীষ কুমার আরও জানান, ঠাকুর বিসর্জনের ম্যানেজমেন্ট সঠিকভাবে করার জন্য সব ধরণের ব্যবস্থাই সম্পন্ন। বিসর্জনের জন্য  আগে নানা সমস্যা তৈরি হত। কিন্তু বেশ কয়েক বছর ধরে পুরসভা  ও কলকাতা পুলিশ  বিসর্জনপর্ব দক্ষতার সঙ্গে সমালানোর ফলে গঙ্গার দূষণ এখন হয় নাবর্তমানে  নদীতে ফুল ভাসানো নিষিদ্ধ।

তার জন্য ঘাটের পাশেই ভ্যাট থাকে ।সেই ভ্যাটে ফুল ফেলতে হয়। অন্যদিকে ক্রেনের ব্যবস্থা রয়েছে। সেই ক্রেনের মাধ্যমে ঠাকুর নদীতে ভাসান হবে। ঠাকুর জলে পড়ার পরেই ,সেই ঠাকুর তুলে নিয়ে আসা হবে ডাঙায়। যাতে কোন প্রকারে নদীর জল দূষিত না হয়।রাজ্য সরকারে গঙ্গার দূষণরোধে তৈরি করেছে মাস্টারপ্ল্যান।সেই মাস্টারপ্ল্যানের মতোই পুরপ্রশাসনও গঙ্গার দূষণ ঠেকাতে সর্বোতভাবে যে উদ্যোগী তা এই তত্পরতায় স্পষ্ট হচ্ছে বলেও পরিবেশপ্রেমী মানুষ মনে করছেন।

Free Access