Bangla Jago Desk: অফিস টাইমে লাইনচ্যুত লোকাল ট্রেন। দমদম জংশন ষ্টেশনের ৫ নম্বর লাইনে ডাউন কল্যাণী মাঝেরহাট লোকাল লাইনচ্যুত হয়। জানা যাচ্ছে, একটি বগি ট্র্যাকের বাইরে চলে এসেছিল। তবে হতাহতের কোনও খবর নেই। রেলের সূত্রের খবর, দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম ঢুকেছিল ট্রেনটি, কিন্তু প্লাটফর্ম ছেড়ে যাওয়ার সময় চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের পাঁচ নম্বর বগির চাকা লাইনচ্যুত হয়েছে বলে খবর। যার ফলে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ।
এক যাত্রী জানিয়েছেন, শনিবার সকাল ৯.৫০ নাগাদ কল্যানী থেকে ট্রেনটি দমদমে স্টেশনে স্বাভাবিকভাবেই ঢুকেছিল। কিন্তু দমদম স্টেশন ছাড়ার সময় প্রবল ঝাঁকুনি দিয়েই আচমকা দাঁড়িয়ে পড়ে চলন্ত ট্রেন। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দমদম স্টেশনে ছুটে যান রেলের পদস্থ কর্তারা। এরপর যাত্রীর ট্রেন থেকে নেমে যায়।
ঘটনার সময় ট্রেনটির গতি অনেকটাই কম ছিল বলে সেভাবে কোনও সমস্যা হয়নি। ফলে কোনও হতাহতের খবর নেই। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু দিয়েছে রেলকর্মীরা, তবে সময় লাগবে বলে জানা গিয়েছে। কিভাবে এমন ঘটনা হল তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত পাঁচদিনের মধ্যে দমদম স্টেশনে এই নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনার সম্মুখীন হলেন নিত্যযাত্রীর। গত মঙ্গলবার দমদম স্টেশনে না ঢুকে মাঝের একটি লাইনে ঢুকে যায় শিয়ালদাগামী একটি লোকাল ট্রেন। সেই সময় উল্টোদিকে কোনও ট্রেন না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। পরে অবশ্য জানা যায় সিগন্যালিংয়ের ত্রুটির জন্য এমনটা ঘটে।