ad
ad

Breaking News

কামদুনি-কাণ্ড

কামদুনি-কাণ্ডে রাজপথে প্রতিবাদী মিছিল

Bengla jago Desk: কলকাতা হাই কোর্টে কামদুনি মামলার রায় ঘোষণার পর শুরু হয় প্রতিবাদ। কামদুনি-কাণ্ডে দোষীদের সাজা লাঘবের প্রতিবাদে সরব হন কামদুনির প্রতিবাদীরা। আদালতের রায়ে হতাশা প্রকাশ করেন তাঁরা। উপযুক্ত বিচারের দাবিতে ফের শহরে পথে নামল বিভিন্ন স্তরের মানুষ। ভিক্টোরিয়া হাউস থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। মিছিল পৌঁছয় গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ […]

Bengla jago Desk: কলকাতা হাই কোর্টে কামদুনি মামলার রায় ঘোষণার পর শুরু হয় প্রতিবাদ। কামদুনি-কাণ্ডে দোষীদের সাজা লাঘবের প্রতিবাদে সরব হন কামদুনির প্রতিবাদীরা। আদালতের রায়ে হতাশা প্রকাশ করেন তাঁরা। উপযুক্ত বিচারের দাবিতে ফের শহরে পথে নামল বিভিন্ন স্তরের মানুষ। ভিক্টোরিয়া হাউস থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। মিছিল পৌঁছয় গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ অংশ নেন প্রতিবাদ মিছিলে। মিছিলের সামনের সারিতে ছিলেন প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল।

এদিন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ মৌসুমী কয়াল বলেন, ‘বিচার পেলাম কোথায়? বিচার পাইনি বলেই তো রাস্তায় নামতে হয়েছে।’প্রথম থেকেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন টুম্পা কয়াল। তিনিও এদিন মিছিল অংশ নেন। এদিনের এই প্রতিবাদ মিছিল সম্পর্কে তিনি জানান, নগর দায়রা আদালতে রায় হাই কোর্টে বহাল থাকবে বলে বিশ্বাস ছিল। তা না হওয়ায় সব আশা শেষ হয়ে গেল।গত শুক্রবার কামদুনি মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

একজনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি তিন যাবজ্জীবন সাজাপ্রাপ্তের মুক্তি দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। আদালতের রায় ঘোষণার পরেই ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে বিভিন্ন মহলে। তারই প্রতিবাদে এদিন শহর কলকাতায় মিছিলের আয়োজন করা হয়। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। রাজ্য চায় সুপ্রিম কোর্ট এই রায়ের ওপর স্থগিতাদেশ দিক। সর্বোচ্চ আদালত সব পক্ষের জবাব চেয়েছে।

Free Access