ad
ad

Breaking News

Job opportunities

Kmc: কলকাতা পুর নিগমে চাকরির সুযোগ, কোন পদে কীভাবে আবেদন করবেন জানুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুর নিগমে পার্ট টাইম চাকরির সুযোগ আছে।

Job opportunities in Kolkata Municipal Corporation

Bangla jago Desk: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুর নিগমে পার্ট টাইম চাকরির সুযোগ আছে। মেডিক্যাল অফিসার পদে পার্ট টাইম কাজের জন্য কলকাতা পুর নিগম অভিজ্ঞ ডাক্তারদের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে কাজে নিয়োগ করবে। শূন্যপদ ৬৭টি। ইন্টারভিউয়ের সময় শূন্যপদ বাড়তে ও কমতে পারে। মাসে বেতন মিলবে ২৪ হাজার টাকা করে। ইন্টারভিউ মারফত নিয়োগ করা হবে। ১৪ জুন বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কলকাতা পুর নিগমের অফিসে (Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N Banerjee Road, Kolkata-700013) ইন্টারভিউ হবে।

চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, আবেদনকারীর মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) দ্বারা স্বীকৃত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ করা থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিষ্ট্রেশন থাকতে হবে। বয়স হতে হবে ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে ৬৭ বছর পর্যন্ত। বিশদ তথ্য ও অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করতে কলকাতা পুর নিগমের অফিশিয়াল ওয়েবসাইট ‘www.kmcgov.in’ এ যেতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

স্থানীয় ভাষায় সড়গড় হতে হবে। আবেদনপত্র সম্পূর্ণ পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত জমা করতে হবে। তা না হলে আবেদনপত্র গ্রাহ্য হবে না। এসব নথিপত্রের আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি আনতে হবে ইন্টারভিউয়ের সময়—-বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার শংসাপত্র, এমবিবিএস ডিগ্রির শংসাপত্র ও এমবিবিএস করতে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিষ্ট্রেশন, সচিত্র পরিচয়পত্র হিসাবে পাসপোর্ট বা ভোটার কার্ড, ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, যদি লাগে জাতিগত শংসাপত্র।