ad
ad

Breaking News

যাদবপুরে পড়ুয়াদের ওপর নজরদারি! বসানো হচ্ছে সিসিটিভি

Bangla Jago Desk: যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনা নাড়া দেয় রাজ্যবাসীকে।৫তারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ামৃত্যুর পর সিসিটিভি বসানোর ওপর জোর দেওয়া হচ্ছে।আপাতত ঠিক হয় বিশ্ববিদ্যালয়ে মোট ২৯ টি সিসি ক্যামেরা বসানো হবে। আপাতত  বিশ্ববিদ্যালয়ের গেটেই বসানো হচ্ছে সিসি ক্যামেরা। এর মধ্যে আছে ৬টি অত্যাধুনিক এএনপিআর ক্যামেরাও। এএনপিআর ক্যামেরায় যে কোনও গাড়ি বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকলে তার নম্বর প্লেটের ছবি […]

Bangla Jago Desk: যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনা নাড়া দেয় রাজ্যবাসীকে।৫তারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ামৃত্যুর পর সিসিটিভি বসানোর ওপর জোর দেওয়া হচ্ছে।আপাতত ঠিক হয় বিশ্ববিদ্যালয়ে মোট ২৯ টি সিসি ক্যামেরা বসানো হবে। আপাতত  বিশ্ববিদ্যালয়ের গেটেই বসানো হচ্ছে সিসি ক্যামেরা। এর মধ্যে আছে ৬টি অত্যাধুনিক এএনপিআর ক্যামেরাও। এএনপিআর ক্যামেরায় যে কোনও গাড়ি বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকলে তার নম্বর প্লেটের ছবি উঠবে।

এর মাঝে ইউজিসি Ragging-র মতো শিক্ষার কালোছায়া সরাতে কড়া ব্যবস্থার পক্ষে নির্দেশ দেয়।এমনকি রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে।এই অবস্থায় মঙ্গলবার  পড়ুয়া অধ্যাপক সহ  স্টেক হোল্ডারদের নিয়ে বিশেষ বৈঠক হল।সব পক্ষের সঙ্গে  বৈঠকে অবশ্য  ছিলেন না রাজ্যপাল নিযুক্ত অর্ন্তবর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ।বৈঠকে সহমতের ভিত্তিতে পড়ুয়া নিরাপত্তার দিক নির্দেশের বিষয়টি অনুসন্ধান করা হয়।

মঙ্গলবার এগজিকিউটিভ কাউন্সিলরে ও গুরুত্বপূর্ণ বৈঠক হয়। দুপুরেই শুরু হয় অরবিন্দ ভবনে  এই অন্যতম বৈঠক।  এই   বৈঠকেও সিসিটিভি বসানো , ANTI RAGGING কমিটি-র কার্যবিধি সহ সামগ্রিক   বিষয়ে আলোচনা করা হয়।আরও জানা গেছে,  ডেঙ্গির মতো রোগ যাতে পড়ুয়াদের মধ্যে না ছড়ায় সেজন্য বাড়তি সতর্কতা নেওযা হচ্ছে।প্রয়োজনে হোস্টেল খালি বা অনলাইন ক্লাসের মতো সিদ্ধান্ত নেওয়ার পথেই এগোচ্ছে বাংলার এই প্রথম সারির বিশ্ববিদ্যালয়।