ad
ad

Breaking News

E Rickshaw

রাস্তায় অযথা যানজট এড়াতে বাড়ছে ই –রিক্সা বা টোটোর ব্যবহার

Bangla Jago Desk: জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অনেকেই পরিবেশ বান্ধব ই –রিক্সা বা টোটো পথে নামিয়ে রোজগারের পথ খুঁজছে। তাতে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারি চালিত যানের ব্যবহার ক্রমেই বাড়ছে। তিন চাকার এই যানের কোনও আইনি বৈধতা না থাকলেও রাজ্যের প্রায় সর্বত্র টোটো-ই রিকশর রমরমা। ফলে রাস্তায় চলা সরকারি ও বেসরকারি বাস যাত্রী না পেয়ে বসে যাচ্ছে। […]

E Rickshaw: %%title%% %%page%% %%sep%% %%sitename%%

Bangla Jago Desk: জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অনেকেই পরিবেশ বান্ধব ই –রিক্সা বা টোটো পথে নামিয়ে রোজগারের পথ খুঁজছে। তাতে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারি চালিত যানের ব্যবহার ক্রমেই বাড়ছে। তিন চাকার এই যানের কোনও আইনি বৈধতা না থাকলেও রাজ্যের প্রায় সর্বত্র টোটো-ই রিকশর রমরমা। ফলে রাস্তায় চলা সরকারি ও বেসরকারি বাস যাত্রী না পেয়ে বসে যাচ্ছে। যাত্রীদের অভাবে বন্ধ হচ্ছে একাধিক বাসরুট। এই অবস্থায় কঠোর পদক্ষেপের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়ে দিয়েছেন, রাজ্যের কোথা বাসরুটে টোটো ও ই-রিকশ চালাতে দেওয়া হবে না।

এমনকী জাতীয় ও রাজ্য সড়কেই ব্যাটারি চালিত এই যান চলাচল বন্ধ করার ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার পথে রাজ্য সরকার। ভবিষ্যতে রেজিস্ট্রেশন নম্বর ছাড়া টোটো-বা ই-রিক্সা বিক্রি করলে সেই ডিলারকে  কালো  তালিকভুক্ত  করা হবে বলে পরিবহন দফতর জানিয়েছে। টোটোর ক্ষেত্রে কোন রকম লাইসেন্স অথবা পর না লাগার কারণে স্থানীয় বেশকিছু গ্যারেজেই কিছু লোহা ইত্যাদিতে ঝাল দিয়ে চাকা লাগিয়ে অজস্র যানবাহন তৈরি করা হচ্ছে আর সেগুলিকে টোটো বলা হচ্ছে। আর এই সকল টোটো রাস্তায় রাস্তায় ভিড় জমিয়ে সমস্যা তৈরি করছে। এক্ষেত্রে এই ধরনের অবৈধ টোটো তৈরি বন্ধ করতে হবে বলে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

কেউ  টোটো তৈরি করতে বৈধ অনুমতি লাগবে টোটোর নির্দিষ্ট রুট বাঁধা, ইচ্ছেমতো গাড়ি চালানো যাবে না একজন ব্যক্তির  একটি টোটো থাকবে,একাধিক নয়  আদালতের নির্দেশমতো রাজ্য – জাতীয় সড়কে টোটো চালানো যাবে না পঞ্চায়েত বা পুর এলাকায় নির্দিষ্ট জায়গায় টোটো চালাতে হবে,  অন্য এলাকার যাত্রী বহন করা যাবে না।যানজট ঠেকাতে টোটো চালকদের সময় ভাগ করা হচ্ছেযাত্রীরা এই টাইম ম্যানেজমেন্ট ও জোন ভাগের চিন্তাভাবনার প্রশংসা করছে।বেআইনি টোটো বা ই-রিক্সার দৌরাত্ম্য কমলে রাস্তার যানজট অনেকটাই কমবে বলেও আশা অনেকের।