Bengla Jago Desk: পুজোর ভিড়ে প্রিয়জন হারিয়ে গেলে চিন্তা নেই। সঙ্গে সঙ্গে খুঁজে দিতে হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। ৯১৬৩৭৩৭৩৭৩ নম্বরে ফোন করলে বন্ধু হয়ে পাশে দাঁড়াবে কলকাতা পুলিশ। পুজোর কটা দিন বিশেষ এই নম্বর চালু থাকবে বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত। ভিড়ের চাপে সঙ্গীহারা হয়ে যাওয়া কোনও অস্বাভাবিক ঘটনা নয়। বিশেষ বাচ্চারা এই সময় দলছুট হয়ে যায়। ব্যস এমন হলে পুজোর আনন্দ মাটি। তবে এবার আর হারিয়ে যাওয়া সঙ্গীকে খুঁজে পেতে সমস্যা হবে না। এগিয়ে এল কলকাতা পুলিশ। তাই নিশ্চিতে দেখতে পারেন পুজো।
দ্বিতীয়ার দিন থেকেই ভিড় লেগে রয়েছে মণ্ডপে মণ্ডপে। তবে পঞ্চমী ষষ্ঠী থেকে সেই ভিড় জনসমুদ্র হয়ে গিয়েছে। প্রতিদিন ভাঙছে ভিড়ের রেকর্ড। এই ভিড়ে বড়রা যেখানে হারিয়ে যাচ্ছে, সেখানে ছোটদের হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছে বেশি। বড়দের কাছে মোবাইল ফোন থাকায় তাঁরা নিজেদের মধ্যে সহজেই যোগাযোগ করতে পারেন। এই সমস্যা থেকে মুক্তি দিতে এগিয়ে এল কলকাতা পুলিশ। চালু করা বিশেষ নম্বরে ফোন করলে পুলিশ খুঁজে দেবে হারিয়ে যাওয়া সঙ্গীকে।
তবে এই নম্বরটি শুধুমাত্র পুজোর সময়ের জন্য চালু করা হয়েছে। লালবাজারে কলকাতা পুলিশের মিসিং পার্সন স্কোয়াড পুজোর সময়েও চালু থাকছে। এছাড়াও যে কোনও প্রয়োজন সাহায্য চাইতে লালবাজার কন্ট্রোল রুমে ফোন করা যাবে। পুলিশের পরামর্শ ৯১৬৩৭৩৭৩৭৩ নম্বরটি সকলেরই কাছেই রাখা উচিত। ভিড়ের চাপে সঙ্গী কাছ-ছাড়া হয়ে গেলে এই বিশেষ নম্বরে ফোন করে জানালেই হবে। বন্ধু হয়ে হাত বাড়িয়ে এগিয়ে আসবে। পুজো দেখুন নিশ্চিন্তে। শুধু কাছে রাখুন ৯১৬৩৭৩৭৩৭৩ মোবাইল নম্বরটি।
Free Access