ad
ad

Breaking News

অতীন ঘোষ

ডেঙ্গি পরিস্থিতি সরজেমিনে খতিয়ে দেখতে উত্তর থেকে দক্ষিণ ঘুরলেন ডেপুটি মেয়র

Bangla Jago Desk:  নিম্নচাপের জেরে জল জমতে শুরু করেছে শহরের অলিতে-গলিতে। জমাজলের জন্য মশার উপদ্রবও বাড়ছে।তাই পুজোর আগে ডেঙ্গির প্রকোপও বাড়ছে।উত্সবে রোগের উত্পাত রুখতে নবান্নের মতোই পুরসভাও সজাগ।কোনওভাবে যাতে মশাবাহিত রোগের দাপট না বাড়ে সেজন্য ধারাবাহিক প্রচারাভিযান চলছে।মাইকিং থেকে লিফলেট সবেই করা হচ্ছে। এরমধ্যে রাজ্যের মধ্যে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা  কিছুটা বেশি। পুরসভা জানিয়েছে, ২০২২-এ […]

Bangla Jago Desk:  নিম্নচাপের জেরে জল জমতে শুরু করেছে শহরের অলিতে-গলিতে। জমাজলের জন্য মশার উপদ্রবও বাড়ছে।তাই পুজোর আগে ডেঙ্গির প্রকোপও বাড়ছে।উত্সবে রোগের উত্পাত রুখতে নবান্নের মতোই পুরসভাও সজাগ।কোনওভাবে যাতে মশাবাহিত রোগের দাপট না বাড়ে সেজন্য ধারাবাহিক প্রচারাভিযান চলছে।মাইকিং থেকে লিফলেট সবেই করা হচ্ছে। এরমধ্যে রাজ্যের মধ্যে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা  কিছুটা বেশি। পুরসভা জানিয়েছে, ২০২২-এ কলকাতায় মোট ডেঙ্গু আক্রান্ত ছিল ২৪০০।  ২০২৩- সংখ্যাটা কিছুটা বেড়েছে।শুক্রবার ডেঙ্গিতে মৃত্যু হল ৯৯ ওয়ার্ডের এক মহিলার।

উদ্বেগ প্রকাশ করেছে পুর স্বাস্থ‌্যদপ্তর। মেয়র পারিষদ (স্বাস্থ‌্য) অতীন ঘোষ জানিয়েছেন, তিনটে বরোতে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ। তাই মশা নিধনে অভিযান জারি রেখেছে পুরসভা।এবার ডেপুটি মেয়র অতীন ঘোষ নিজেই সারপ্রাইজ ভিজিটে নেমেছেন।রোগ নিয়ন্ত্রণে  পুরসভা চেষ্টা  করলেও বিরোধীরা রাজনীতি করছে বলে সরব হন মেয়র ফিরহাদ হাকিম। বাম আমলে জমাজলের যন্ত্রণা কতটা ছিল তাও তুলে ধরেন তিনি। রাজ্যে থাকা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কোনও সংস্থায় ডেঙ্গি-সহ পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের কাজে সমস্যার সম্মুখীন হলে তৎক্ষণাৎ তা জেলাশাসকের নজরে আনার জন্য পুরমন্ত্রীর নির্দেশিকায় বলা হয়েছে।

রাজ্যের সব পুর কর্তৃপক্ষকে দেওয়া ওই নির্দেশিকায় ডেঙ্গি রোধের কার্যকলাপের শুরু এবং তা ধারাবাহিকভাবে চালিয়ে জন্য বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছে পুর দফতর। রোগ মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলেজস্ট্রিটের  বর্ণপরিচয় মার্কেট  পরিদর্শন করেন   ডেপুটি মেয়র অতীন ঘোষ ।  পাশাপাশি তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। বিভিন্ন জায়গা পরিদর্শন করার পর তিনি মেডিকেল কলেজ হাসপাতালে কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। পুরপ্রশাসনের অভিযান থেকে পুরকর্তাদের  সাইপ্রাইজ ভিজিট।মশা নিধনে ওষুধ স্প্রে থেকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার,সবই চলছে জোরদার।আশা করা হচ্ছে পুজোর মধ্যে ডেঙ্গি নিয়ন্ত্রণে আসবে।