Bangla Jago Desk: পুজোর আগে শহর কলকাতা জুড়ে ডেঙ্গুর চোখরাঙানি কমাতে উদ্যোগী কলকাতা পুরসংস্থা। মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে চলছে প্রচার অভিযান ও শহরজুড়ে নজরদাড়ির কাজ। রাজ্যজুড়ে ডেঙ্গুর বারবারন্ত রুখতে এবার কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকার পর বদল হল পুরস্বাস্থ্য কেন্দ্র গুলির চিকিৎসার সময়। সামনেই দুর্গাপুজো, প্রচুর মানুষের জনসমাগম হয় শহর কলকাতা জুড়ে তাই কোনরকম ঝুঁকি নিতে চাইছে না কলকাতা পুরসভা। রবিবারও কলকাতা পৌরসভার স্বাস্থ্য পরিষেবায় ছুটি বাতিল।
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে নির্দেশ মেনে সোম, বুধ ও বৃহস্পতিবার সকাল আটটা থেকে চারটে পর্যন্ত মিলবে পরিষেবা। মঙ্গল এবং শুক্রবার সকাল ১১ টা থেকে রাত সাতটা পর্যন্ত খোলা থাকবে স্বাস্থ্যকেন্দ্র।শনিবারে স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত। কলকাতা পুরসভা সূত্রে খবর, আগামী পাঁচই নভেম্বর পর্যন্ত চলবে এই পরিষেবা। আগেই কলকাতার মেয়র ফিরহাদ জানিয়েছিলেন শনি ও রবিতে খোলা থাকবে স্বাস্থ্য কেন্দ্র।
এবার পুরস্বাস্থ্য দপ্তরের নির্দেশিকার পর বদল হল পুরসভার 144 টি ওয়ার্ডের প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবার সময়সূচী। ল্যাব টেস্টের ব্যবস্থা, টেস্ট কিট সহ ফিভার ক্লিনিক গুলোতে প্রস্তুত রাখা সহ যাবতীয় বিষয় বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতা পুরসভা, একইসঙ্গে জারি রয়েছে, নজরদারি ও জনসচেতনতা বার্তা।৫ ই নভেম্বর পর্যন্ত এই সুপারভিসানের দায়িত্বে থাকবেন স্বাস্থ্য দপ্তর ও কলকাতা পুরসংস্থার উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে ল্যাব কো-অর্ডিনেটর, সিনিয়র এনটোমোলজিস্ট এবং ভেক্টর কন্ট্রোল অফিসার।