ad
ad

Breaking News

অনলাইনে কেনাকাটা

পুজোর আগে সাইবার প্রতারণা! চোখের পলকে হয়ে যেতে পারেন সর্বস্বান্ত

Bangla Jago Desk: পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছেন? যদি অনলাইনে কেনাকাটা করেন, তা হলে সাবধানে করুন। সাইবার জগতের প্রতারকদের পাল্লায় পড়লে মাটি হয়ে যেতে পারে পুজোর খুশি। অনলাইনে কয়েকশো টাকার জিনিস কিনে খোয়াতে পারেন অ্যাকাউন্টের সব টাকা। আবার অনলাইনে কিছু না কিনেও প্রতারকদের শিকার হতে পারেন। তাই এখনই সতর্ক হন। অলক্ষ্যে ফাঁদ বিছিয়ে রেখেছে প্রতারকরা, […]

Bangla Jago Desk: পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছেন? যদি অনলাইনে কেনাকাটা করেন, তা হলে সাবধানে করুন। সাইবার জগতের প্রতারকদের পাল্লায় পড়লে মাটি হয়ে যেতে পারে পুজোর খুশি। অনলাইনে কয়েকশো টাকার জিনিস কিনে খোয়াতে পারেন অ্যাকাউন্টের সব টাকা। আবার অনলাইনে কিছু না কিনেও প্রতারকদের শিকার হতে পারেন। তাই এখনই সতর্ক হন।

অলক্ষ্যে ফাঁদ বিছিয়ে রেখেছে প্রতারকরা, তাই পুজোর কেনাকাটায় বাড়তি সতর্ক থাকুন। অনেক বুকিং ‘ক্যানসেল’ করার ফোন আসতে পারে। সেই সঙ্গে ফোনে আসতে পারে একটি ‘ওটিপি’। আপনার অ্যাকাউন্ট ফাঁকা করার জন্য ওই কটা নম্বরই যথেষ্ট। তাই এই পুজোর সময়ে কেনাকাটা করার সময় বারতি সতর্কতা অবলম্বন করতে বলছেন সাইবার বিশেষজ্ঞরা।

আপনি জানেন না আপনার জন্য কোন জাল বিছিয়ে রেখেছে প্রতারকরা। প্রতারকদের কথায় না ভুললে কোনও ভয় নেই। যদি একবার প্রতারকদের খপ্পরে পড়েন, তা হলে সর্বনাশ। তবে একটু সতর্ক থাকলেই বাঁচতে পারেন প্রতারণা থেকে কী কী করতে হবে, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা? তাঁদের মতে- প্রতারকদের কথায় ভুললে হবে না, ব্যক্তিগত তথ্য কাউকে পাঠাবেন না, অনলাইনের যাবতীয় তথ্য নিজের কাছে রাখুন, তা হলেই বাঁচতে পারবেন সাইবার প্রতারণা থেকে

এখন আর শুধু ঝাড়খণ্ডের জামতারা নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে চালানো হচ্ছে সাইবার প্রতারণা। প্রতারকদের হাত থেকে বাঁচবেন কী ভাবে। যতই বজ্রআঁটুনি থাক একটু ফস্কা গেরো থাকলেই সেখান দিয়ে ঢুকে যেতে পারে প্রতারকরা।

প্রতারকদের পাল্লায় পড়লে আপনার করণীয় কী?

সবার আগে বিষয়টি জানান পুলিশকে

দ্রুত অভিযোগ জানান পুলিশের সাইবার সেলে

প্রতারিত হলেই সময় ব্যয় করবেন না

আজকের দিনে অনলাইনে বেশিরভাগ কাজ সেরে নেয় বহু মানুষ। আর সেই সুযোগটাই কাজে লাগায় প্রতারকরা। কথার প্রলোভন বা ভয় দেখিয়ে আপনাকে বিভ্রান্ত করে। শিকার পেলেই প্রতারকরা অয়াকাউণত ফাঁকা করে দেয়। তবে প্রতারকদের হাত থেকে বাঁচার অনেক উপায় আছে। বিশেষজ্ঞরা যা বলেন সেগুলি মেনে চললে আপনার টিকি ছুঁতে পারবে না প্রতারকরা।