Bangla Jago Desk: সাতসকালে ঠাকুরপুকুরের রাস্তায় আততায়ীর হাতে খুন এক যুবক। বোনকে টিউশন পড়তে দিয়ে বাড়ি ফেরার পথে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ধারালো অস্ত্র সজোরে বুকে ঢুকিয়ে দেয়। স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম অনিমেষ সিং। গোটা ঘটনায় বেশ চাঞল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যাচ্ছে, বুধবার সকাল সাড়ে আটটার সময় ঠাকুরপুকুর থানার অন্তর্গত এলআইসি বাজারের কাছে ঘটনাটি ঘটেছে। বোনকে টিউশনিতে দিয়ে এসে স্কুটি করে বাড়ি ফিরছিলেন অনিমেষ। সেই সময়ে এক ব্যক্তি তাঁর রাস্তা আটকে দাড়ায় অনিমেষ স্কুটি থেকে নামতেই বুকে ছুরি বসিয়ে দেয় এবং বুকের এক পাশ থেকে পেট অবধি চিরে ফেলে দেয় আততায়ী। আহত রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। রাস্তা শুনশান থাকায় কেউ প্রথমে ঠাওর করতে পারেনি। একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় ওই ব্যক্তি রক্তাক্ত হাত নিয়ে একটি গলি দিয়ে বেরোচ্ছে। সেই সময় আশেপাশের কিছু লোকের সন্দেহ হওয়ায় তাঁরা গলিতে ঢুকে দেখে অনিমেষ লুটিয়ে পড়ে আছে। তখন বেশ কয়েকজন আততায়ী পিছনে ধাওয়া করলেও সে চম্পট দেয়। অন্যদিকে কিছু লোক অনিমেষকে এসএসকেএমে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পরবর্তীকালে ঠাকুরপুকুর থানা অবশ্য ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তবে কি কারণে এই খুন এখনও তা পরিষ্কার নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি অনিমেষের পূর্ব পরিচিত, না হলে এরকম পরিকল্পনামাফিক খুন করা যায় না। আপাতত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঘটলাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। এদিকে মৃতের পরিবারে কার্যত শোকের ছাঁয়া। গোটা ঘটনায় বেশ থমথমে এলআইসি বাজার চত্বর।
Free Access